নিজস্ব প্রতিবেদক
ডিসি নিয়োগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের বিরুদ্ধে ঘুস লেনদেনের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, ‘জনপ্রশাসন সচিবকে নিয়ে একটি জাতীয় দৈনিকে একটা প্রতিবেদন এসেছে। এটা আমরা খতিয়ে দেখছি, এই রিপোর্টের সত্যতা কতটুকু। প্রতিবেদনে যে অভিযোগগুলো আসছে, সেগুলোও খতিয়ে দেখছি।’
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
জনপ্রশাসন সচিবকে নিয়ে প্রতিবেদন প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ‘এটা নিয়ে হাই লেভেল (উচ্চপর্যায়ের) একটা কমিটি হবে। এই কমিটিতে সিনিয়র কিছু সংবাদিককেও সম্পৃক্ত করতে চাচ্ছি। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে আমরা ব্যবস্থা নেবো। আমরা আশা করবো, পত্রিকাগুলো তাদের সংবাদ উপস্থাপনে যেন কোনোরকম কুতথ্য না ছড়ায়।’
তিনি বলেন, ‘সংস্কারের নিমিত্তে গঠিত পাঁচটা কমিশন মোটামুটি চূড়ান্ত হয়েছে। শুধু ঘোষণা বাকি। একটা কমিশনের দুই-একজনের নাম বাকি আছে। আমরা আশা করছি এক-দুদিনের মধ্যে সেটাও চূড়ান্ত হবে।’
রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপের বিষয়ে শফিকুল আলম বলেন, ‘শনিবার এ সংলাপ শুরু হবে। প্রথমেই জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে সংলাপ হবে। এরপর ক্রমান্বয়ে অন্যান্য দলের সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা।’