পপুলার২৪নিউজ ডেস্ক:
অখ্যাতরাও সোশাল মিডিয়ার মাধ্যমে তারকার মতো জ্বলে উঠতে পারেন। এর জন্য বেশ কার্যকর প্লাটফর্ম হিসাবে কাজ করে ইউটিউব। একটা ভিডিও ছেড়ে তাতে কতগুলো লাইক বা ডিসলাইক বা মন্তব্য পড়লো তার দিকে নজর চলে যায় সবার। কতবার দেখা হয়েছে তাও গুরুত্বপূর্ণ বিষয়। ভিউ বা লাইক বাড়লে ভালোই লাগে। কিন্তু মন্তব্যের ঘরে যদি নেতিবাচক কিছু আসে কিংবা ডিসলাইক বাড়তে থাকে তাহলে অবস্থা বেগতিক হয়ে দাঁড়ায়। বিশেষ করে তারকাদের কোনো সিনেমার গানে এমন হলে তো বিপদই।
সেই অস্বস্তিকর অবস্থাই দেখা গেছে বাংলাদেশের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও কলকাতার জিৎ অভিনীত ‘বস টু’ ছবির একটি গানের ভিডিও-তে। ‘আল্লাহ মেহেরবান’ গানটি নিয়ে ভক্ত-দর্শকরা বেশ সমালোচনায় মেতেছেন।
২৬ মে সন্ধ্যায় জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে গানটি ছাড়া হয়। এর পর থেকে এটি কটু মন্তব্যের শিকার আর ‘ডিসলাইক’ পাচ্ছে। যে কারণে ভিডিওটি ছাড়ার একদিনের মধ্যেই ইউটিউবে লাইকের দ্বিগুণ ডিসলাইক পড়েছে। আজ দুপুর পৌনে ২টা নাগাদ গানটির ভিউ ২ লাখ ৩০ হাজারের মতো হলেও লাইক পড়েছে মাত্র ২৯৫৫টি, আর ডিসলাইক ৫ হাজারের বেশি!
সমালোচনা কারণ হিসাবে বলা হচ্ছে, ‘আল্লাহ মেহেরবান’ গানটির বক্তব্যের সঙ্গে ফারিয়ার সাজ-পোশাক ও তার নৃত্য বেশ সাংঘর্ষিক। এর উপস্থাপনা একেবারেই বেমানান তাদের কাছে। পবিত্র রোজার ঠিক একদিন আগে এমন গানের প্রকাশ নিয়েও অনেকে হতাশ।
এই গানের ভিডিও প্রকাশ করা হয়েছে কলকাতার গ্রাসরুট এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে। সেখানে লাইকের পরিমান বেশি হলেও মন্তব্যের ঘরে বইছে নিন্দার ঝড়।
বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও জিতের প্রযোজনা প্রতিষ্ঠান জিৎস ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেডের যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে ‘বস টু’। ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে এ ছবি। নুসরাত ফারিয়া আর জিতের পাশাপাশি অভিনয় করেছেন শুভশ্রী, ইন্দ্রনীল সেনগুপ্ত, অমিত হাসান প্রমুখ।
সূত্র : ইউটিউব