ডিগ্রি ফরম পূরণে অতিরিক্ত ফি, প্রতিবাদে শিক্ষার্থীরা রাস্তায়

 জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ

37কুড়িগ্রামের রাজীবপুর ডিগ্রি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি (বিএ, বিএসএস, বিএসসি ও বিকম) ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে। ডিগ্রিপর্যায়ে ফরম পূরণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফি সর্বোচ্চ দুই হাজার টাকা। সেখানে শিক্ষার্থী প্রতি পাঁচ হাজার টাকা করে আদায় করা হচ্ছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে ওই অতিরিক্ত ফির প্রতিবাদে কলেজের সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় বেরিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা শহর প্রদক্ষিণ করে। পরে কলেজের গভর্নিং বডির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে।

শিক্ষার্থীদের অভিযোগে জানা গেছে, বিএ, বিএসএস, বিএসসি ও বিকম কোর্সে ফরম পূরণে আড়াই গুণ বেশি হারে টাকা আদায় করা হচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে উল্লেখ করা রয়েছে, ডিগ্রি ফরম পূরণে দুই হাজার টাকার বেশি কোনো প্রতিষ্ঠানই নিতে পারবে না। সেখানে ওই কলেজে জনপ্রতি পাঁচ হাজার করে আদায় করা হচ্ছে। এর এক টাকাও কম নেওয়া হচ্ছে না।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে অধ্যক্ষ ইউনুস আলী বলেন, “ফরম পূরণের ফি’র সঙ্গে শিক্ষার্থীদের মাসিক বকেয়া বেতন রয়েছে। আমরা গভর্নিং বডির সদস্যরা বসে ফরম পূরণে নির্দিষ্ট একটা ফি নির্ধারণ করেছি সেটা হলো জনপ্রতি সাড়ে তিন হাজার টাকা। কিছু সুবিধাবাদি ছাত্র নেতারা সাধারণ শিক্ষার্থীদের উসকে দিয়ে ওই বিক্ষোভ মিছিল করিয়েছে। প্রকৃতপক্ষে সাধারণ শিক্ষার্থীদের কোনো অভিযোগ নেই। ”

কলেজের গভর্নিং বডির সভাপতি স্থানীয় সংসদ সদস্য রুহুল আমিন বলেন, “ফরম পূরণে নির্ধারণের জন্য কোনো সভা হয়নি। অধ্যক্ষ এককভাবে ওই ফি নির্ধারণ করেছে। তা পরিশোধ করা শিক্ষার্থীদের পক্ষে কঠিন। আমি অধ্যক্ষকে বলেছি ফি কমানোর জন্য। ”

 

পূর্ববর্তী নিবন্ধখাদিজাকে বাঁচাতে কনসার্ট
পরবর্তী নিবন্ধঅবসরকে না বললেন ডি ভিলিয়ার্স