ডিএমপির ৬ পুলিশ কর্মকর্তার বদলি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার ছয় কর্মকর্তাকে অভ্যন্তরীণ বদলি করা হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন- ডিএমপি দক্ষিণখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাসির উদ্দিনকে আইসিটি বিভাগ, সদর দফতর ও প্রশাসন বিভাগের পুলিশ পরিদর্শক মো. হেলাল উদ্দিনকে এস্টেট বিভাগ, স্পেশাল অ্যাকশন গ্রুপ বিভাগের পুলিশ পরিদর্শক আজিজুল হক মিঞা পিপিএমকে দক্ষিণখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বিপিএম (বার) স্বাক্ষরিত পৃথক ২টি অফিস আদেশে এ বদলি করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকরোনায় আরও ১৭ জনের মৃত্যু, শনাক্ত ৯৭৮
পরবর্তী নিবন্ধইলিশ রপ্তানির পরিকল্পনা নেই: মন্ত্রী