ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৮

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীতে অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এ সময় তাদের কাছ থেকে পাঁচ হাজার ২৮৮ পিস ইয়াবা, ২২ কেজি ১৩৫ গ্রাম গাঁজা ও ১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা রুজু হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ৭ দিনের মধ্যে ৯ নিত্যপণ্যের দাম বেঁধে দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধএকদিনে ডেঙ্গুজ্বরে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৪