ডিআর কঙ্গোতে হামলায় ২ শান্তিরক্ষী নিহত : জাতিসংঘ

পপুলার২৪নিউজ ডেস্ক:
ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলে জাতিসংঘের একটি সামরিক ঘাঁটিতে এক বিদ্রোহী গ্রুপের হামলায় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর দুই সৈন্য নিহত ও আরো ১২ জন আহত হয়েছে। জাতিসংঘ মিশন একথা জানায়। খবর এএফপি’র।

জাতিসংঘ মিশন জানায়, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে মামুনদিওমা ঘাঁটিতে হামলা চালানো হয়। তারা আরো জানায়, ওই এলাকায় স্থল ও বিমানবাহিনী মোতায়েন করা হয়েছে।

মিশনের এক বিবৃতিতে বলা হয়েছে, সেখানে জাতিসংঘ সামরিক ঘাঁটিতে হামলায় শান্তিরক্ষী বাহিনীর দুই সদস্য নিহত ও আরো ১২ জন আহত হওয়ার খবর জানা গেছে।

এ ব্যাপারে ডেমোক্রেটি রিপাবলিক অব কঙ্গোর জাতিসংঘ মিশনের এক মুখপাত্র জানান, কঙ্গোর বেনিতে এ হামলার ঘটনা ঘটে। সেখানে জাতিসংঘ সৈন্যরা বিদ্রোহী গ্রুপ আলাইড ডেমোক্রেটিক ফোর্সের (এডিএফ) বিরুদ্ধে যুদ্ধ করছে। এটি হচ্ছে কট্টরপন্থী উগান্ডান মুসলিম প্রাধান্য বিশিষ্ট একটি বিদ্রোহী গ্রুপ।

জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এ হামলার কঠোর নিন্দা জানিয়েছেন। নিহত সৈন্যরা তাঞ্জানিয়ার নাগরিক বলে তিনি নিশ্চিত করেন।

মহাসচিব এ ঘটনার দ্রুত তদন্ত করে হামলাকারীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে কঙ্গো কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

 

পূর্ববর্তী নিবন্ধযশোরে জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় মামলা
পরবর্তী নিবন্ধরোহিঙ্গা বিষয়ে আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে হবে:পররাষ্ট্রমন্ত্রী