ডি-মানি বাংলাদেশ ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মধ্যে ‘ডিজিটাল ইসলামী ওয়ালেট’ সমঝোতা স্মারক স্বাক্ষরিত

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

বৃহত্তর জনগোষ্ঠির কাছে আধুনিক ডিজিটাল অর্থনৈতিক সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে ডি-মানি বাংলাদেশ লিমিটেড এর সঙ্গে ‘ডিজিটাল ইসলামী ওয়ালেট’ শীর্ষক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। ১২ এপ্রিল, ২০১৮, বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয় সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান আলহাজ্জ আব্দুস সামাদ লাবু এবং বিশেষ অতিথি ছিলেন ডি-মানি বাংলাদেশ লিমিটেড এর চেয়ারম্যান অঞ্জন চৌধুরী। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান এর সভাপতিত্বে এ সময় মাইক্রোসফট বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির, ডি-মানি বাংলাদেশ লিমিটেড এর কো-ফাউন্ডার ও ব্যবস্থাপনা পরিচালক আরেফ আর. বশির উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম, মোঃ ফজলুল করিম, মুহাম্মদ মাহমুদুল হক, এস. এম. জাফর এবং মোহাম্মদ জুবায়ের ওয়াফা সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিটিও সৈয়দ মাসুদুল বারী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন।
নতুন স্বাক্ষরিত স্মারকের মাধ্যমে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড দেশের প্রথম ডিজিটাল ইসলামী ওয়ালেট সেবা গ্রাহকের কাছে পৌঁছে দিতে পারবে। এর ফলে ব্যাংকের গ্রাহকগণ মোবাইল অ্যাপস, সোশ্যাল নেটওয়ার্ক, ওয়েব পোর্টাল, কার্ড, পিওএস, এনএফসি, কিউআর ইত্যাদি প্রযুক্তির বহুমাত্রিক ক্ষেত্রে ডিমানি’র প্রযুক্তি ব্যবহার করতে সক্ষম হবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্জ আব্দুস সামাদ লাবু নতুন সমঝোতা স্মারককে ইসলামী ব্যাংকিং সেক্টরে একটি নতুন মাইল ফলক হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডি-মানি ইতিমধ্যেই দেশের অর্থনীতিতে ডিজিটাল সেবা সহজলভ্য করেছে। এ প্রতিষ্ঠানের সঙ্গে একত্রিত হয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক আরও নতুন নতুন সেবা দিতে পারবে। বিশেষ অতিথি ডি-মানি বাংলাদেশ এর চেয়ারম্যান অঞ্জন চৌধুরী ব্যাংকের এই উদ্যোগের সমৃদ্ধি কামনা করেন।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযোদ্ধা কোটা চালু রাখতে স্মারকলিপি
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে মধুমতি ব্যাংকের ৩০ তম শাখা উদ্বোধন