দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বন্যা প্লাবিত এলাকায় ডায়রিয়া ও পানিবাহিত রোগ প্রতিরোধে সর্বাত্মক চেষ্টা করতে হবে।
প্রত্যেকটি আশ্রয়কেন্দ্রে চিকিৎসকদের নিয়মিত ভিজিট করার আহবান জানিয়ে তিনি বলেন, ‘আশ্রয়কেন্দ্রগুলোতে পর্যাপ্ত পানি বিশুদ্ধকরণ টেবলেট সরবরাহের পাশাপাশি ওরস্যালাইন মজুদ রাখতে হবে। চিকিৎসকদের অনুপস্থিতি ও অবহেলা বরদাস্ত করা হবেনা। ’
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া আজ জামালপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বন্যা পরিস্থিতি নিয়ে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে আয়োজিত এক পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, সংসদ সদস্য রেজাউল করিম হীরা ও মেহজাবিন খালেদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ্ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. রিয়াজ আহমেদসহ কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
ত্রাণমন্ত্রী চলমান বন্যা পরিস্থিতি মোকাবিলাক সরকারি কর্মকর্তাদের অগ্রাধিকার কাজ হিসেবে উল্লেখ করেন। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অনেক সদস্য সভায় উপস্থিত না থাকায় মন্ত্রী অসন্তোষ প্রকাশ করে এই অনুপস্থিতিকে দায়িত্বে অবহেলা হিসেবে তিনি উল্লেখ করেন।
মন্ত্রী বলেন, যেসব কর্মকর্তা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় অনুপস্থিত রয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনার স্থায়ী আদেশাবলী অনুযায়ী তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। অনুপস্থিত কর্মকর্তাদের তালিকা প্রতিবেদনসহ স্ব-স্ব মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে প্রেরণের জন্য মন্ত্রী জেলা প্রশাসককে নির্দেশ দেন। বন্যা মোকাবিলায় যে কোন কর্মকর্তার অবহেলা বা অনিয়ম কঠোর হস্তে দমন করা হবে বলে তিনি হুঁশিয়ারী উচ্চারণ করেন।
জামালপুর জেলায় ত্রাণ বিতরণের জন্য ইতোমধ্যে ৩২৫ মেট্রিকটন চাল, নগদ ৯ লাখ ৫০ হাজার টাকা ও ৪ হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্ধ দেয়া হয়েছিল। আজকের সভায় নতুন করে আরও ২০০ মেট্রিকটন চাল, ৫ লাখ টাকা ও ২ হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেয়া হয়।