পপুলার২৪নিউজ ডেস্ক:
ডাবল সেঞ্চুরির পথে রয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে মাঠে নামলেই ডাবল সেঞ্চুরি পূর্ণ করবেন তিনি!
অনেকেই হয়তো ভাবছেন, মাঠে নামার আগেই কীভাবে জানা গেল তিনি ডাবল সেঞ্চুরি পূর্ণ করবেন?
বিষয়টি পরিষ্কার করা দরকার। একদিনের ক্রিকেটে এটিই হতে চলেছে বিরাট কোহলির ২০০তম ম্যাচ।
কোহলির আগে ১২ ভারতীয় ক্রিকেটার একদিনের ক্রিকেটে ২০০ ম্যাচ খেলেছেন।
১৩ নম্বর ভারতীয় ক্রিকেটার হিসেবে ২০০ নম্বর একদিনের ম্যাচ খেলবেন কোহলি।
আর গোটা বিশ্বের ক্রিকেটে হিসাব করলে তিনি ৭২ নম্বর ক্রিকেটার হিসেবে ২০০টি একদিনের ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন।
ইতিমধ্যে ১৯৯টি একদিনের ম্যাচ খেলে ১৯১ ইনিংসে ৫৫.১৩ গড়ে ৮ হাজার ৭৬৭ রান করেছেন বিরাট। স্ট্রাইক রেট ৯১.৪৭।
৩০ সেঞ্চুরি ও ৪৫ হাফসেঞ্চুরি রয়েছে তার।
মাইলফলক ছোঁয়ার ম্যাচে অন্য কোনো রেকর্ড গড়তে পারেন কিনা ভারত অধিনায়ক সেটিই এখন দেখার বিষয়।