ডাণ্ডাবেড়ি পরিয়ে আসামিকে আদালতে আনা যাবে না: হাইকোর্ট

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
ডাণ্ডাবেড়ি পরিয়ে কোনো আসামিকে আদালতে আনা যাবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

গত ৭ ফেব্রুয়ারি বিনাবিচারে কারাগারে থাকা ১০ আসামির জামিন প্রশ্নে রুল জারি করেছিলেন হাইকোর্ট।

এরপর ২৩ ফেব্রুয়ারি নির্দেশনা অনুযায়ী ১০ আসামিকে আদালতে হাজির করা হয়। এদের মধ্যে চারজনকে ডাণ্ডাবেড়ি পরিয়ে আদালতে আনা হয়।

এই চারজনকে ডাণ্ডাবেড়ি পরিয়ে হাজির করার ঘটনায় ডিআইজি প্রিজন্সকে ৯ মার্চ আদালতে তলব করেন হাইকোর্ট।

কিন্তু ৯ মার্চ ডিআইজি প্রিজন্স দেশের বাইরে থাকায় তার পক্ষে আদালতে ব্যাখ্যা দেন ঢাকার সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির।

ব্যাখ্যায় তিনি বলেন. ডাণ্ডাবেড়ি পরিয়ে আনা চার আসামির সবাই জেএমবির সদস্য। তাই নিরাপত্তার স্বার্থে তাদের ডাণ্ডাবেড়ি পরানো হয়েছিল।

ওই দিন আদালত এ সংক্রান্ত বিষয়ে শুনানির জন্য পুনরায় আজকের দিন ধার্য করেন। একই সঙ্গে ডিআইজি প্রিজন্সকে হাজির হতে বলা হয়।

আজ সকালে চার আসামিকে ডাণ্ডবেড়ি পরানোর ব্যাখ্যার শুনানিতে অংশ নিতে আদালতে হাজির হন ডিআইজি প্রিজন্স মো. তৌহিদুল ইসলাম।

শুনানি শেষে আদালত ভবিষ্যতে কোনো আসামিকে ডাণ্ডাবেড়ি পরিয়ে আদালতে না আনার নির্দেশ দেন।

ডাণ্ডাবেড়ি পরানো চার আসামি হলেন- হাবিবুর রহমান ওরফে ইসমাইল, মনিরুজ্জামান ওরফে মুন্না, নাসির উদ্দিন ও গিয়াস উদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধযমজ সন্তানের বাবা হচ্ছেন রোনাল্ডো
পরবর্তী নিবন্ধনাস্তায় সতর্ক হলে বাড়বে শিশুর বুদ্ধি