ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে রোববার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখে চেকপোস্ট বসবে।
শনিবার ঢাবি এলাকা পরিদর্শনকালে এক বিফ্রিংয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এ কথা বলেন।
তিনি বলেন, ডাকসু নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি ছাড়া ঢাবিতে প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে। এ ছাড়া জনসাধারণের চলাচলে নিয়ন্ত্রণ থাকবে।
ডিএমপি কমিশনার আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের পরামর্শ এবং চাহিদা মোতাবেক আমরা প্রস্তুত থাকব। বিশ্ববিদ্যালয় আমাদের যখন নির্দেশ দেবে তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালন করবে।
আছাদুজ্জামান মিয়া বলেন, প্রতিটি ভোটকেন্দ্র সিসিটিভির আওতায় নিয়ে আসা হয়েছে। এছাড়া গেটে আর্চ মেটাল ডিটেক্টর থাকবে এবং প্রত্যেককে তল্লাশি করা হবে।
শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, এই সংলগ্ন প্রত্যেকটি এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি ও নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান ডিএমপি কমিশনার।
নির্বাচনের মিডিয়া কাভারেজের জন্য প্রতিটি ইলেকট্রনিক মিডিয়া থেকে ৪ জন ও প্রিন্ট মিডিয়া থেকে ২ জন সাংবাদিক ও ১ জন ফটোগ্রাফার প্রবেশ করতে পারবেন। তাদের আগে থেকেই প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ঢাবি কর্তৃপক্ষ থেকে পাস সংগ্রহ করতে হবে।
সাংবাদিক সীমিত কেন? জানতে চাইলে কমিশনার বলেন, প্রিন্ট মিডিয়ার ৩ জন ও ইলেকট্রনিক মিডিয়ার ৪ জন করে হলে মোট দুই শতাধিক সাংবাদিক কাভার করতে পারবে যা যথেষ্ট বলে মনে করেছে ঢাবি কর্তৃপক্ষ।
সাধারণত এ ধরনের বড় ইভেন্টের আগে ঢাবির হলগুলোতে লাঠি, সোটা অস্ত্র মজুদ থাকে। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, ইতোমধ্যে ঢাবি কর্তৃপক্ষ এ বিষয়ে পদক্ষেপ নিয়েছে।
প্রসঙ্গত আগামী সোমবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ৬ ঘণ্টায় ৪৩ হাজার ২৫৬ শিক্ষার্থীর ৩৮টি করে মোট ১৬ লাখ ৪৩ হাজার ৭২৮টি ভোট গ্রহণ করা হবে।