পপুলার২৪নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন অবসরপ্রাপ্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল রবার্ট হাওয়ার্ড।
বিতর্কের মুখে গত সোমবার এই পদ থেকে পদত্যাগ করেন মাইকেল ফ্লিন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন, প্রস্তাব গ্রহণ না করার বিষয়ে হারওয়ার্ড পারিবারিক ও আর্থিক কারণ উল্লেখ করেছেন।
তবে হারওয়ার্ডের সিদ্ধান্তের পেছনে ভিন্ন কারণ রয়েছে বলে মার্কিন গণমাধ্যমে বলা হচ্ছে। খবরে জানানো হয়, পদ গ্রহণের প্রশ্নে প্রশাসনে নিজের লোক আনতে চেয়েছিলেন হারওয়ার্ড।
হারওয়ার্ডের সিদ্ধান্ত সম্পর্কে অবগত দুটি সূত্রও একই কথা জানিয়েছে। তাদের ভাষ্য, হারওয়ার্ড নিজের লোকজন আনতে চেয়েছিলেন। আর এ নিয়েই ট্রাম্পের সঙ্গে মতভেদের জেরে পদ গ্রহণে অস্বীকৃতি জানান তিনি।
লকহিড মারটিন নামের একটি প্রতিষ্ঠানে জ্যেষ্ঠ নির্বাহী হিসেবে কর্মরত আছেন হারওয়ার্ড।