ট্রাম্পের গলফ বলের আঘাতে পড়ে গেলেন হিলারি !

পপুলার২৪নিউজ ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সজোরে গলফ বলটি মারলেন। বলটি শাঁই করে উড়ে গিয়ে লাগল তাঁর সাবেক নির্বাচনী প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের পিঠে। তখন উড়োজাহাজে উঠছিলেন হিলারি। বলের আঘাতে ধপাস করে পড়ে গেলেন তিনি! ফটোশপে তৈরি করা এমন একটি ভিডিও রিটুইট করেছেন ট্রাম্প।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ফটোশপে তৈরি করা অ্যানিমেটেড জিআইএফ ফরম্যাটের ওই ভিডিওটি গতকাল রোববার সকালে ট্রাম্প রিটুইট করেন। এ নিয়ে বেশ বিতর্ক চলছে। কারণ, এই হিলারিকে নির্বাচনে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন ট্রাম্প।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের রিটুইট করা ভিডিও পোস্টটিতে ইতিমধ্যে ২৮ হাজার রিটুইট, ৬৩ হাজার লাইক ও ৩০ হাজার মন্তব্য পড়েছে। রিটুইট করা এই ভিডিও পোস্টটি এটাই প্রমাণ করে যে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার আগে যেভাবে সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করতেন, এখনো সেভাবেই ব্যবহার করছেন। এ কারণে সমালোচনারও শিকার হন।

প্রতিবেদনে বলা হয়, জন কেলি হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে প্রায় দুই মাস আগে দায়িত্ব নিয়েছেন। কেলি প্রেসিডেন্টকে টুইট করতে বাধা দেননি; বরং তিনি উৎসাহিত করেছিলেন।

গতকাল ট্রাম্পের রিটুইট করা ওই ভিডিও পোস্টটির বিষয়ে হোয়াইট হাউস এখনো কোনো মন্তব্য করেনি। এদিকে সাবেক ফার্স্ট লেডি হিলারির মুখপাত্রও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

যুক্তরাষ্ট্রের অফিস অব গভর্নমেন্ট এথিকসের সাবেক পরিচালক ওয়াল্টার শাউব বলেন, ‘যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্টের এ ধরনের ভিডিও রিটুইট বিরোধী রাজনীতিকের ওপর নোংরা আক্রমণ। এটা তাঁর যথাযথ আচরণ নয়।’

ওয়াল্টার শাউব বলেন, ভিডিওটি রিটুইট করার মাধ্যমে সামাজিক যোগাযোগের মাধ্যমের আচরণবিধি ভঙ্গ করেছেন ট্রাম্প। এ বিষয়ে টুইটার কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা নিয়ে সব অপচেষ্টা রুখে দেয়া হবে: কাদের
পরবর্তী নিবন্ধরোহিঙ্গা ইস্যুতে জঙ্গিবাদ সহ্য করা হবে না : আইজিপি