পপুলার২৪নিউজ ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটকে (ন্যাটো) সেকেলে আখ্যা দিয়ে ছুঁড়ে ফেলার ঘোষণা দিয়েছিলেন।
তবে ট্রাম্প প্রশাসনের প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস ন্যাটো জোটের প্রতি যুক্তরাষ্ট্রের ‘অবিচল অঙ্গীকার’ বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।
সোমবার ন্যাটো জোটের অন্যতম শরিক ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালনের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এ প্রতিশ্রুতির কথা জানান। খবর এএফপির।
মার্কিন প্রতিরক্ষা সদর দফতর ক্যাপ্টেন জেফ ডেভিস এক বিবৃতিতে বলেছেন, টেলিফোনে আলাপকালে ম্যাটিস ন্যাটোর প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের কথা তুলে ধরেছেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে আগামী শুক্রবার ওয়াশিংটন সফর করবেন। গত সপ্তাহে ক্ষমতাগ্রহণের পর ট্রাম্পের সঙ্গে থেরেসাই প্রথম বিদেশী নেতা হিসেবে সাক্ষাৎ করতে যাচ্ছেন।