যুক্তরাষ্ট্রের বাল্টিমোর বিমানবন্দরে আলাস্কা এয়ারলাইন্সের একটি বিমানে গত শনিবার এঘটনা ঘটে।
ট্রাম্পের ওই সমর্থক স্কট কটেস্কি জানান, জামায় ট্রাম্পের ছবি থাকা লোকজনকে উত্ত্যক্ত করছিলেন এক নারী।
কটেস্কি এমন কোনো জামা না পড়লেও ট্রাম্পের পক্ষ নিয়ে কথা বলায় হেনস্তা করেন ওই নারী।
কটেস্কির অভিযোগ, ওই নারী দুই মিনিট ধরে তার সঙ্গে তর্ক করেন। একপর্যায়ে বিমানের এক কর্মী এসে ওই নারীকে থামানোর চেষ্টা করেন।
কটেস্কি বলেন, তারপরও ওই নারী আমাকে অপমান করেছিলেন। আমার অপরাধ ছিল, তাদের পাশের সিটে বসা এবং ‘আমি গণতন্ত্র উদযাপন করতে এসেছি’ কথাটি বলা।’
স্কট জানান, ট্রাম্পবিরোধী ওই নারী তার স্বামীর সঙ্গে সিট বদল করতে বলেন।
তার ওই আচরণের পর তাকে প্লেন থেকে নামিয়ে দেয়ার জন্য উদ্ধত হয় বিমানের এটেনডেন্ট।
তখন তিনি জানান, তার স্বামীর মা কিছুক্ষন আগে মারা গেছে।
কিন্তু ওই এটেনডেন্ট তাকে দু:খিত বলে নেমে যেতে বলেন। ইতিমধ্যে পুলিশ এসে হাজির হয়। তখন তিনি নিরবে বিমান থেকে নেমে যান।