টেস্টে বাংলাদেশের প্রাপ্তি

পপুলার২৪নিউজ ডেস্ক:
শততম টেস্ট খেলতে শ্রীলংকার বিরুদ্ধে ১৫ মার্চ মাঠে নামবে বাংলাদেশ।

বাংলাদেশের টেস্ট ইতিহাস শুরু ২০০০ সালের ১০ নভেম্বর। ভারতের বিরুদ্ধে স্বদেশে অভিষেক হয় দশম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে।

এরপর টানা ১৬ বছরের গল্প। অনেক আলোচনা-সমালোচনা হয়েছে বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস, পারফরম্যান্স নিয়ে। নিন্দুকেরা অনেকেই বলেছেন টেস্ট স্ট্যাটাস কেড়ে নেয়ার জন্য। অনেক টেস্ট খেলুড়ে দেশ আমন্ত্রণ জানাতে চাননি নবীন এই দেশটিকে।

তবে উল্টো চিত্র যে ছিল না, তা নয়। অনেকে আবার নিরঙ্কুশ সমর্থন দিয়ে গেছেন। তারা অনুধাবন করেছেন সদ্য টেস্ট মর্যাদা পাওয়া দেশটির সমর্থন দরকার। তাদের সময় দরকার নিজেদের প্রমাণ করার জন্য।

দুর্জয়, বুলবুলদের হাত ধরে যে যাত্রার শুরু, ১৬ বছরের পথচলায় তা আজ পূর্ণতা পাওয়ার পথে। তাদের প্রাপ্তির খাতাও ধীরে ধীরে পূর্ণ হচ্ছে, হাজারো অপূর্ণতার মাঝে। সাকিব, মুশফিক তামিমদের হাত ধরে অদম্য এক দল আজ টাইগার বাহিনী। এখন আর কেউ বলতে সাহস করে না যে টাইগারদের টেস্ট স্ট্যাটাস নিয়ে নেয়া হোক। সাহস দেখায় না অবজ্ঞা করতে।

দেখে নেয়া যাক পরিসংখ্যান কি বলে বাংলাদেশের টেস্টের পারফরম্যান্স নিয়ে-

বাংলাদেশ ৯৯টি টেস্টে জয় পেয়েছে ৮টিতে, ড্র করেছে ১৫টিতে আর পরাজিত হয়েছে ৭৬টি ম্যাচে।

৯৯টি টেস্ট ম্যাচ খেলে বাংলাদেশের চেয়ে কম ম্যাচ জেতার রেকর্ডও রয়েছে।

নিউজিল্যান্ড সমান সংখ্যক ম্যাচে জয় পেয়েছিলো ৭টিতে। ড্র করেছিলো ৪৬টি এবং হেরেছিলো ৪৬টি ম্যাচ।

ভারত-যারা বাংলাদেশকে টেস্ট খেলতে আমন্ত্রণ জানানোর জন্য ১৬ বছর সময় নিয়েছে, তারাও যে প্রথম ৯৯ টেস্টে খুব আহামরি ফলাফল করেছে তা কিন্তু নয়। তারা জিতেছে মাত্র ১০টি ম্যাচে, ড্র করেছে ৫০টিতে, হেরেছে ৩৯টি ম্যাচে।

এগিয়ে যাক টাইগাররা মুস্তাফিজ, মিরাজদের হাত ধরে এক হাজার টেস্ট খেলার পথে।

পূর্ববর্তী নিবন্ধপ্রসেনজিত্‌‌কে নিয়ে টুইট করলেন আমির খান
পরবর্তী নিবন্ধজামালপুরে জেএমবি’র দুই সদস্যসহ আটক ৬০