টুঙ্গিপাড়ায় উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

মেহের মামুন (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পরিকল্পিত পরিবার গঠন, বাল্যবিয়ে, কৈশোরে গর্ভধারণ ও প্রতিরোধ, কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের যত্ন এবং জেন্ডার বিষয়ক উদ্বুদ্ধকরণ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আইইএম ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তর এ কর্মশালার আয়োজন করে।

রবিবার সকালে উপজেলার গিমাডাঙ্গা বটতলায় নবনির্মিত মা ও শিশু কল্যাণ কেন্দ্রে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অফিসের উপ-পরিচালক মোঃ মাজহারুল হক চৌধুরী। উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম কুমার বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জোনাকি, উপজেলা নারী ও শিশু বিষয়ক কর্মকর্তা আরাধনা রানী কর্মকারসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধগোপালগঞ্জে ধর্ষকদের বিচার দাবীতে মানববন্ধন
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে কমিউনিটি ক্লিনিক প্রষ্ঠিতা দিবস পালন