টুকু-নবীসহ ১৫৯ নেতাকর্মীর বিরুদ্ধে আরও দুই মামলা

নিজস্ব প্রতিবেদক:

সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্তির এক দফা দাবি আদায়ে গতকাল শনিবার রাজধানী ঢাকার প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। কর্মসূচি চলাকালে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলা ও প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে আরও দুই থানায় পৃথক দুটি মামলা করেছে পুলিশ।

এ দুই মামলায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী ও যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ ১৫৯ জন ও অজ্ঞাতনামা বিএনপি নেতাকর্মীদের আসামি করা হয়েছে।

এ নিয়ে শনিবারের অবস্থান কর্মসূচি ঘিরে রাজধানীর বিভিন্ন থানায় পুলিশ বাদী হয়ে ১৩টি মামলা দায়ের করলো।

রোববার (৩০ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীরা অবস্থান নিয়ে গাড়িতে অগ্নিসংযোগ, গতিরোধ, ভাঙচুর, ককটেল নিক্ষেপ ও পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় রাজধানীর দারুসসালাম ও ডেমরা থানায় আরও দুটি মামলা করা হয়েছে। এ দুই মামলায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী ও যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ ১৫৯ জন ও অজ্ঞাতনামা বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

এরমধ্যে দারুসসালাম থানার এক মামলায় এজাহারভুক্ত ৫২ জন ও অজ্ঞাতনামা আসামি এবং ডেমরা থানার এক মামলায় এজাহারভুক্ত ১০৭ জনকে আসামি করা হয়েছে।

একই ধরনের অভিযোগে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় আরও একটি মামলা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধহলিউডের শিল্পীদের সঙ্গে রাস্তায় আন্দোলন করেছি: জায়েদ খান
পরবর্তী নিবন্ধশাকিব খানের সিনেমায় আমির খানের ভাই!