নিউজ ডেস্ক:
বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের নতুন কমিটি দায়িত্ব নিয়ে উন্মুক্ত টিটি টুর্নামেন্ট আয়োজন করেছে। তিন দিন ব্যাপী একমি ওপেন টিটি টুর্নামেন্টে হৃদয় ও খৈ খৈ চ্যাম্পিয়ন হয়েছে। এই টুর্নামেন্ট শুধু একক ভিত্তিক ছিল। জাতীয় পুরুষ ও নারী চ্যাম্পিয়ন রামহিম ও মৌ এই টুউজ র্নামেন্টে শিরোপা জিততে পারেননি।
টুর্ণামেন্টে পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছে রংপুরের মুনতাসিন আহমেদ হৃদয় (বাংলাদেশ সেনাবাহিনী) এবং রানার আপ হয়েছে রিফাত মাহমুদ সাব্বির (আইইউবি)। এই বিভাগে অন্য দুই সেমিফাইনালিস্ট ছিলেন জয় ইসলাম জয় (বিকেএসপি) এবং হাসিন জুনিয়র (বাংলাদেশ জেল)। কোয়ার্টার ফাইনালে বিকেএসপি জয়-এর কাছে ২-৩ সেটে পরাজিত হয় বাংলদেশের বর্তমান জাতীয় চ্যাম্পিয়ন রামহিম।
অনুর্ধ্ব ১৯ এর পর মহিলা একক বিভাগেও চ্যাম্পিয়ান হয়েছে খৈ খৈ সাই মারমা (বিকেএসপি)। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন নওরিন মাহি (ড্যাফোডিল ইউনিভার্সিটি)। টুর্নামেন্টের বাকি দুই সেমিফাইনালিস্ট ছিলেন মূসরাত জাহান সিগমা (বিকেএসপি) ও বর্তমান র্যাংকিং এর শীর্ষস্থানীয় খেলোয়াড় সাদিয়া ইসলাম মৌ (ফিউচার স্পোর্টিং)। সেমিফাইনালে খৈ খৈর কাছে ৩-০ সেটের ব্যবধানে হেরে যায় মৌ।
বাংলাদেশ টেবিল টেনিসের রামহিম এবং মৌ’র রাজত্বে হানা দিয়েছে নতুন চ্যাম্পিয়ন হৃদয় এবং খই খই। টেবিল টেনিস ফেডারেশন আয়োজিত ৩ দিন ব্যাপী একমি ওপেন টেবিল টেনিস টুর্নামেন্টের সমাপনী এই অঘটনের জন্ম হয়েছে। এর মধ্যে ছেলেদের চ্যাম্পিয়ন রামহিম কোয়ার্টার ফাইনালেই হেরে বিদায় নেন।
অনূর্ধ্ব ১৩ (বালক) বিভাগে শতভাগ সাফল্য ধরে রেখে বিকেএসপির খেলোয়াড়রা। এই বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে শাহীন। রানার আপ হয়েছে মৃদুল। টুর্নামেন্টের অপর সেমিফাইনালিস্ট হয়েছে নূর এবং শুভ। অনূর্ধ্ব ১৩ (বালিক) বিভাগেও সিংহভাগ সাফল্য ধরে রেখে বিকেএসপির খেলোয়াড়রা। এই বিভাগে চ্যাম্পিয়ান হয়েছে রাফিয়া (বাংলাদেশ জেল)। রানার আপ হয়েছে রোজা (বিকেএসপি)। সেমি ফাইনালিস্ট হয়েছে বিকেএসপির সাবিহা ও কাশফিয়া।
অনূর্ধ্ব ১৯ (বালক) বিভাগে সিংগভাগ সাফল্য প্রদর্শন করেছে বাংলাদেশ জেল দলের খেলোয়াড়রা। এই বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে হাসিব জুনিয়র ও রানার আপ নাফিস জুনিয়র দুইজনই বাংলাদেশ জেল দলের সদস্য। এছাড়া টুর্নামেন্টের অপর দুই সেমিফাইনালিস্ট ছিল প্রমিত খিসা (ফিউচার স্পোর্টস) এবং বাংলাদেশ জেল দলের সাগর আলী।
অনূর্ধ্ব ১৯ (বালিকা) বিভাগেও সিংহভাগ সাফল্য ধরে রেখেছে বিকেএসপির খেলোয়াড়রা। চ্যাম্পিয়ান হয়েছে খৈ খৈ সাই মারমা (বিকেএসপি) এবং রানার আপ হয়েছে রেশমি ত্যাংচংঙ্গা (বিকেএসপি)। প্রতিযোগিতার অপর দুই সেমি ফাইনালিস্ট ঐশী রহমান (বাংলাদেশ সেনাবাহিনী) এবং মূসরাত জাহান সিগমা (বিকেএসপি)।
৩ দিন ব্যাপী এই টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ছিল দেশের অন্যতম শিল্প গ্রুপ দি একমি ল্যাবরেটরিজ। গতকাল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাবেক জাতীয় টিটি চ্যাম্পিয়ন এবং জননিরাপত্তা বিভাগ-স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ (কিসলু)। বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদ এর যুগ্মসচিব মোঃ আমিনুল ইসলাম এবং বিমান বাংলাদেশ এয়ার লায়েন্সের জিএম (মার্কেটিং), আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ টেবিল টেনিস ফেডাশেনের সভাপতি ইঞ্জিনিয়ার এস এম জামান, সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ এম মাকসুদ আহমেদ বাংলাদেশ।