স্পোর্টস ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে শুভসূচনা করে বাংলাদেশের মেয়েরা। যদিও তারা পরের ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে গেছে। তবে দুই ম্যাচের পর ব্যক্তিগত নৈপুণ্যে র্যাঙ্কিংয়ে সুখবর পেলেন দুই টাইগ্রেস স্পিনার। দুই লেগ স্পিনার রাবেয়া খান ও ফাহিমা খাতুন বোলারদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন।
গতকাল (মঙ্গলবার) মেয়েদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। যেখানে এক ধাপ এগিয়ে বোলারদের তালিকায় নবম স্থানে উঠেছেন রাবেয়া। তিনি চলমান বিশ্বকাপের দুই ম্যাচে মিতব্যয়ী বোলিংয়ের পাশাপাশি দুটি উইকেট নিয়েছেন। তিনি ছাড়া টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ের সেরা ২৫-এ নেই বাংলাদেশের আর কেউ।
বিশ্বকাপের দুই ম্যাচে ৩ উইকেট নেওয়া ফাহিমা বড় লাফ দিয়েছেন। তিনি ১৩ ধাপ লাফিয়ে উঠেছেন ৪৫ নম্বরে। তবে অবনতি হয়েছে বাঁ-হাতি স্পিনার নাহিদা আক্তার ও পেসার মারুফা আক্তার। উভয়েই দুই ধাপ করে পিছিয়ে নাহিদার অবস্থান ২৭তম ও মারুফা আছেন ৩১ নম্বরে। বোলারদের র্যাঙ্কিংয়ে সবার ওপরে যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের স্পিনার সোফি এক্লেস্টন। অল্প সময়ের জন্য হলেও শীর্ষে উঠে ইতিহাস গড়েছেন পাকিস্তানের বাঁ-হাতি স্পিনার সাদিয়া ইকবাল। খানিক পরই আবার তিনি দুইয়ে নেমে যান।
এ ছাড়া ইংল্যান্ডের আরেক স্পিনার সারা গ্লেন এক ধাপ এগিয়ে ৩–এ, অস্ট্রেলিয়ান তারকা অ্যাশলে গার্ডনার তিন ধাপ এগিয়ে ৬–এ এবং পেসার মেগান শুট ৯ ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠে এসেছেন। তাদের মতো অস্ট্রেলিয়া, ইংল্যান্ডও চলমান বিশ্বকাপে ভালো অবস্থানে আছে।
অন্যদিকে, টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ১ ধাপ পিছিয়ে ১৪ নম্বরে নেমে গেছেন। তিনি ছাড়া আর কোনো বাংলাদেশি ব্যাটারই সেরা ৫০–এর ভেতর নেই। ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষ দুটি স্থান ধরে রেখেছেন অজি তারকা বেথ মুনি ও তালিয়া ম্যাকগ্রা। দুই ধাপ এগিয়ে তিনে উঠেছেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক লরা উলভার্ট। বিশ্বকাপের দুই ম্যাচে তিনি ১০১ রান করেছেন।
তার সতীর্থ তাজমিন ব্রিটস ২ ধাপ এগিয়ে ৬ নম্বরে জায়গা করে নিয়েছেন। এ ছাড়া নিউ জিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার সুজি বেটস ২ ধাপ এগিয়ে সপ্তম ও ভারতীয় অধিনায়ক হারমানপ্রিত কৌর ৪ ধাপ এগিয়ে উঠেছেন ১২ নম্বরে।