টি-টোয়েন্টি বিশ্বকাপেও থাকছেন না শামি

স্পোর্টস ডেস্ক : গেল বছর নিজের ক্যারিয়ারের স্মরণীয় বিশ্বকাপ খেলেছিলেন ভারতের পেসার মোহাম্মদ শামি। পুরস্কার জিতেছিলেন আসরে সর্বোচ্চ উইকেটশিকারির। এরপর থেকেই তার কপালে লেগে আছে শনির দশা। মাঠের খেলায় যেন কোনোভাবেই ফিরতে পারছেন না ডানহাতি এই পেসার।

বিশ্বকাপের পর ভারত বেশকিছু বড় বড় সিরিজ খেলে ফেললেও দলে ফেরা হয়নি শামির। বারবার ফেরার আশা করেও পারেননি তিনি। গোড়ালির ইনজুরির কারণে গত তিন মাসেরও বেশি সময় ধরে মাঠের বাইরে শামি।

এবার আগামী জুন থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতীয় দল থেকে বাদ পড়তে যাচ্ছেন শামি। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার (বিসিসিআই) সেক্রেটারি জয় শাহের বক্তব্যে পাওয়া গেছে এমন ইঙ্গিত।

জয় শাহ জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে মাঠে ফিরতে পারেন শামি। তার মানে, ক্যারিয়ারের বড় একটি আসর মিস করতে যাচ্ছেন ভারতের এই অভিজ্ঞ পেসার।

আজ সোমবার ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে জয় শাহ বলেন, ‘শামির সার্জারি সম্পন্ন হয়েছে। সে ভারতে ফিরে আসবে। বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজে শামির দলে ফেরার সম্ভাবনা আছে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করে ভারত সফরে যাবে বাংলাদেশ। সেপ্টেম্বর মাসের এই সফরে ভারতীয়দের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্তর দল।

পূর্ববর্তী নিবন্ধফিলিস্তিনের সমর্থনে অস্কারে ‘লাল পিন ব্যাজ’ পরে তারকারা
পরবর্তী নিবন্ধরোনালদোর মুখে ‘ইনশাআল্লাহ’