পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
টাঙ্গাইল-৪ আসনের উপ-নির্বাচনে ভোট গ্রহণ সোমবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কালিহাতী উপজেলার দুটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে মোট ভোটার রয়েছেন তিন লাখ ৭ হাজার ৭০০ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৫৪ হাজার ৮৬৭ এবং পুরুষ ভোটার এক লাখ ৫২ হাজার ৮৩৩ জন। মোট ভোট কেন্দ্র রয়েছে ১০৭টি এবং কক্ষ রয়েছে ৬৬১টি। এ ছাড়া প্রিজাইডিং অফিসার রয়েছেন ১০৭ জন, সহকারী প্রিজাইডিং অফিসার রয়েছেন ৬৬১ জন। পোলিং অফিসার রয়েছেন ১৩২২ জন।
এ উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারি (নৌকা), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রার্থী আতাউর রহমান খান (টেলিভিশন) ও ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) প্রার্থী ইমরুল কায়েস (আম) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রসঙ্গত, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী সংসদ সদস্য থেকে পদত্যাগ করলে এ আসন শূন্য হয়।