পপুলার২৪নিউজ ডেস্ক:
ওয়েলিংটনে প্রথম টেস্টে নিউজিল্যান্ডের কাছে ৭ উইকেটে হারার পর টাইগারদের সঙ্গী হল লজ্জার রেকর্ড।
প্রথম ইনিংসে এতে বেশি রান করে এরআগে হারার কোনো রেকর্ড নেই টেস্ট ইতিহাসে।
বাংলাদেশ ১ম ইনিংসে ৫৯৫ রানে ইনিংস ঘোষণা করে। জবাবে নিউজিল্যান্ড ৫৩৯ রানে অলআউট হয়। বাংলাদেশ ২য় ইনিংসে মাত্র ১৬০ রানে গুটিয়ে যায়।
ফলে ইতিহাস সৃষ্টিকারী জয়ের জন্য নউজিল্যান্ডের টার্গেট দাঁড়ায় ২১৭ রানের।
কেন উইলিয়ামসনের শতক ও রস টেইলরের অর্ধশতকে সহজেই জয় পায় তারা।
আর এই জয়ের মাধ্যমেই ১২১ বছরের রেকর্ড ভাঙে কিউইরা। আর টাইগারদের সঙ্গী হল লজ্জার রকের্ড।
এরআগে ১৮৯৪-৯৫ মৌসুমে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্টে ৫৮৬ রান করেছিল অস্ট্রেলিয়া। তারপরেও তারা হেরেছিল ইংলিশদের কাছে।
এছাড়া ৫৭৪ করেও হারার রেকর্ড আছে পাকিস্তানের। বাংলাদেশ এরআগেও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে মিরপুরে ৫৫৬ রান করে হেরেছিল।