পপুলার২৪নিউজ ডেস্ক:
পুরনো জঞ্জালকে পেছনে ফেলে উগ্রবাদের বিরুদ্ধে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাঙালি বরণ করে নিচ্ছে ১৪২৪ সালকে। নানা আয়োজনে নববর্ষ পালন করছে দেশবাসী। বাঙালির জীবনের ঐতিহ্যবাহী এই দিনটিকে বরণ নিজেদের মত করে উদযাপন করছেন ক্রিকেটাররাও। ২২ গজের তারকাদের পহেলা বৈশাখ উদযাপনের সেই খবরগুলো পাঠকদের জন্য তুলে ধরা হলো:
সৌম্য সরকার: জাতীয় দলের এই মারকুটে ওপেনার রীতিমতো বৈশাখী পোশাকে বাঙালিয়ানা সাজে সেজেছেন। তার ভেরিফাইড ফেসবুক পেইজে মেরুন পাঞ্জাবি, সবুজ পায়জামা, মাথায় গামছা এবং হাতে ঢোল নিয়ে বেশ কিছু ছবি আপলোড করেছেন তিনি। ছবিগুলোতে পরিবারের সদস্যদের সঙ্গে বেশ খাওয়া দাওয়ার আয়োজনও দেখা যাচ্ছে।
সাব্বির রহমান: টি-টোয়েন্টি স্পেশালিস্ট খ্যাত এই হার্ডহিটার ওয়ানডাউন ব্যাটসম্যান অবশ্য ব্যতিক্রম উদযাপনের ছবি দিয়েছেন নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে। প্রিয় কালো রঙের গাড়িটির সামনে পাঞ্জাবি পরিহিত সাব্বির স্মিতহাস্যে পোজ দিয়েছেন। কিন্তু ২২ গজে বোলারদের জন্য তার এই হাসি হয়ে ওঠে আতঙ্কের কারণ!
মুশফিকুর রহিম: বাংলাদেশের টেস্ট অধিনায়ক নববর্ষ কাটাচ্ছেন তার নিজের জেলা বগুড়ায়। সেখানে তিনি একটি স্কুলের মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন। ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-অভিভাবকদের সঙ্গে সেই সুন্দর র্যালির ছবি নিজের ফেসবুক পাতায় শেয়ার করেছেন মুশি।
তাসকিন আহমেদ: জাতীয় দলের এই তারকা পেসার নববর্ষের দিনটি কাটাচ্ছেন তার নিজের রেস্টুরেন্ট ‘তাসকিন্স টেরিটরি’তে। সেখানে তিনি আগত ভক্তদের সঙ্গে নববর্ষ উদযাপন করছেন। শিল্পী হৃদয় খানও থাকছেন তার সঙ্গে। তরুণ স্পিডস্টারের ফেসবুক পেইজ থেকে এই তথ্যই পাওয়া গেছে। এছাড়া তিনি সৌম্য সরকারের বাঙালিয়ানা পোশাকে একটি ছবি শেয়ার করে লিখেছেন, “হাহাহা.. এটাই আসল পহেলা বৈশাখ। “
মাহমুদ উল্লাহ রিয়াদ: জাতীয় দলের নির্ভরযোগ্য এই ব্যাটসম্যান এবং অকেশনাল বোলার মাহমুদ উল্লাহ রিয়াদের অবস্থান সম্পর্কে জানা যায়নি। তবে তার জেলা ময়মনসিংহে বিপুল উৎসাহ উদ্দীপনায় নববর্ষ পালিত হচ্ছে। এই তারকা নিজের ফেসবুক পেইজে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “নববর্ষে নবরূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো! সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। “
সাকিব আল হাসান: বিশ্বসেরা অলরাউন্ডার এখন আইপিএল খেলতে ভারতে অবস্থান করছেন। সেখানে বসেই তিনি সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ফেসবুকের মাধ্যমে। সাকিব লিখেছেন, “নতুন বছর আপনার জন্য হোক আনন্দময়। শুভ নববর্ষ ! May this new year be of happiness to you. Greetings of the New Year!”