পপুলার২৪নিউজ ডেস্ক:
ত্রিদেশীয় সিরিজের শিরোপা নির্ধারিত হয়ে গেছে গত রবিবারই। সিরিজের জন্য তাই এটি কেবল নিয়মরক্ষার ম্যাচ। কিন্তু বাংলাদেশের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। একে তো নিউজিল্যান্ডের বিপক্ষে টানা হারের আক্ষেপ ঘুচানো; আর র্যাংকিংয়ে একধাপ এগিয়ে যাওয়ার সুযোগ।
তাই ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচটি জয়ের লক্ষ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছে টিম টাইগার।
বাংলাদেশ একাদশ : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, নাসির হোসেন, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হেসেন।
নিউজিল্যান্ড একাদশ:
টম ল্যাথাম (অধিনায়ক), লুক রনকি, নিল ব্রুম, রস টেলর, কোরি অ্যান্ডারসন, কলিন মানরো, জিমি নিশাম, ম্যাট হেনরি, মিচেল স্যান্টনার, হামিশ বেনেট, জিতান প্যাটেল।