টানা সাতদিন কোন ম্যাচ ছিল না রংপুর রাইডার্সের। অধিনায়ক মাশরাফি এক অনুষ্ঠানে বলেছিলেনও যে, এতে করে হতাশ হয়ে যেতে পারে তার দলের ক্রিকেটাররা।
তবে হতাশার মাঝে আশার আলো, দলে যোগ দিয়েছেন ক্রিস গেইল এবং ব্রেন্ডন ম্যাককালাম। সাতদিন পর ম্যাচেও ফিরছে মাশরাফির দল। প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সাত দিন পর টস করতে নেমে জিতেছেন রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
এ আসরে এবারই প্রথম দল দুটি মুখোমুখি হচ্ছে। রংপুর ৩ ম্যাচে ২ জয় ও এক পরাজয় নিয়ে ২ পয়েন্টে নিয়ে টেবিলের তলানীতে রয়েছে। আর কুমিল্লা চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান করছে।
আইপিএলের প্রথম আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দারুণ জুটি গড়ে তুলেছিলেন গেইল-ম্যাককালাম। দীর্ঘদিন পর বিপিএলে রংপুর রাইডার্স আবার তাদের এক করে দিচ্ছে। আজই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামছেন তারা দু’জন।
এদিকে কুমিল্লাতেও যোগ দিয়েছেন ফর্মে থাকা দুই পাকিস্তানি। তাদের মধ্যে শোয়েব মালিক ও হাসান আলি রয়েছেন একাদশে।