টস জিতে ব‌্যাটিংয়ে ভারত

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের তৃতীয় ম‌্যাচে ক‌্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে মুখোমুখি ভারত ও পাকিস্তান।

এরই মধ‌্যে টস সম্পন্ন হয়েছে। ভারতের অধিনায়ক রোহিত শর্মা টস জিতে ব‌্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

বাংলাদেশ সময় সাড়ে তিনটায় ম‌্যাচ শুরু হবে।

ভারত একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, ইশান কিশান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, রাবীন্দ্রর জাজেদা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, জসপ্রিত বুহরাহ।

পাকিস্তান একাদশ: ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, ইফতেখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহীন আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ।

টসের সময় রোহিত শর্মা বৃষ্টি নিয়ে নিজের দুশ্চিন্তার কথা জানিয়েছেন। বাবর আজমের কণ্ঠেও ছিল একই সুর।

ক‌্যান্ডিতে গত কিছুদিন ধরেই টানা বৃষ্টি। এই শঙ্কা নিয়েই মাঠে নামতে যাচ্ছে দুই দল। উইকেট ঢাকা থাকায় কেমন আচরণ করে বোঝা মুশকিল। তবে পিচ রিপোর্টে সঞ্জয় মাঞ্জারেকার জানিয়েছেন, উইকেট অনেকটাই বোলিং বান্ধব। পেসাররা সুবিধা পাবে শুরুতে। স্পিনাররাও পাবে টার্ন। তবে টস জিতলে বোলিং নেওয়ার কথা বলেছিলেন তিনি।

রোহিত শর্মা ব‌্যাটিং নিয়ে কী ভুল করলেন?

 

পূর্ববর্তী নিবন্ধজানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন: ইসি আনিছুর
পরবর্তী নিবন্ধ২৩ বছর পর দাবি পূরণ, চালু হলো দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র