পপুলার২৪নিউজ ডেস্ক:
টেস্টে শক্তভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজ ড্রয়ের পর এবার ওয়ানডে মিশনে জয় লাভের জন্য মুখিয়ে আছে টাইগার সদস্যরা।
টেস্টে শক্তভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজ ড্রয়ের পর এবার ওয়ানডে মিশনে জয় লাভের জন্য মুখিয়ে আছে টাইগার সদস্যরা।
আগামী শনিবার ডাম্বুলায় প্রথম দিবারাত্রির ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
এরই প্রস্তুতি হিসেবে বুধবার শ্রীলংকা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে মাঠে নেমে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন টাইগার সদস্যরা।
সকালে কলম্বো ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে মাশরাফির নেতৃত্বে প্রস্তুতি ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে করছে বাংলাদেশ।
অবশ্য এই ম্যাচে খেলছেন না কলম্বো টেস্টের ম্যাচসেরা তামিম ইকবাল এবং সিরিজসেরা সাকিব আল হাসান। এছাড়া কাটার মাস্টার মোস্তাফিজ ও পেসার শুভাশীস প্রস্তুতি ম্যাচে খেলছেন না।
এদিকে, ২৮ মার্চ সিরিজের দ্বিতীয় ম্যাচটিও ডাম্বুলায় অনুষ্ঠিত হবে। প্রথম দু’টি ওয়ানডে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টায়।
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে ১ এপ্রিল কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।