স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপের আগে দুই দল এ বছরই মুখোমুখি হয়েছে ৪ বার। এর মধ্যে ২টি করে ম্যাচ জিতেছে বাংলাদেশ এবং আফগানিস্তান। সর্বশেষ পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এশিয়া কাপের ম্যাচে বাংলাদেশ ৮৯ রানে হারিয়েছিলো আফগানদের।
সেই ম্যাচে জয়ের সুখস্মৃতি নিয়েই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ আজ ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে মুখোমুখি আফগানদের। এই ম্যাচেও জয় দিয়ে শুরুর করার লক্ষ্য বাংলাদেশের।
সে লক্ষ্যে টস করতে নেমে আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদির বিপক্ষে জিতলেন সাকিব আল হাসান। টস জিতেই আফগানদের ব্যাট করতে পাঠালেন বাংলাদেশ অধিনায়ক।
টস করতে নেমে কয়েন নিক্ষেপ করেছিলেন সাকিব আল হাসান। হাশমতউল্লাহ শহিদি কল করলেন হেড। কিন্তু কয়েন মাটিতে পড়ার পর দেখা গেলো উঠেছে টেল। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন সাকিব।
সাকিব আল হাসান টস জিতে ফিল্ডিং নেয়ার কারণ হিসেবে বলেন, ‘এই মাঠে রান তাড়া করা সহজ। আর ম্যাচের শুরুতে পেসারদের ভালো কিছু করার সুযোগ আছে।’
নিজের সম্পর্কে সাকিব বলেন, ‘৫ম বারের মত দেশকে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করছি। এটা সত্যিই দুর্দান্ত একটি মুহূর্ত আমার জন্য। আমরা সবাই প্রস্তুত, ভালো পারফর্ম করার জন্য। একটা ভালো শুরু এনে দেয়া খুব গুরুত্বপূর্ণ।’
হাশমতউল্লাহ শহিদি বলেন, ‘আমরাও বিশ্বকাপ নিয়ে দারুণ উত্তেজনাবোধ করছি। আমাদের হাতে দারুন একটি ভারসাম্যপূর্ণ দল রয়েছে। আামাদের বেশ কিছু খেলোয়াড়ের ভারতের মাটিতে আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে। এমনকি যারা আইপিএল খেলেনি, তারাও কন্ডিশন সম্পর্কে ভালোভাবে জানে। কারণ, ভারতই আমাদের হোম ভেন্যু। সুতরাং, এডভান্টেজ আমরাই নিতে পারবো।’
বাংলাদেশ একাদশ
লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ
রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইবরাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), মোহাম্মদ নবি, নজিবুল্লাহ জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব-উর রহমান, নাভিন-উল হক, ফজল হক ফারুকি।