পাকিস্তান মানেই হলো ইসলামী জঙ্গিদের উর্বর ভূমি। যেকোনো সময় যেকোনো স্থানে তারা হামলা চালিয়ে নিরীহ মানুষ এমনকী শিশুদের হত্যা করে। এসব জেনেই নাকি আলোচিত টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে যাচ্ছে বিশ্ব একাদশের ক্রিকেটাররা। এমনটাই জানিয়েছেন বিশ্ব একাদশের কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। তিনি আরও বলেছেন, এই টুর্নামেন্ট উপলক্ষে পাকিস্তান যে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে তাতে তারা সন্তুষ্ট।
২০০৯ সালে শ্রীলঙ্কা দল বহনকারী বাসে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের মাটিতে প্রথমবার বড় ধরনের এ সিরিজটি খেলতে লাহোর পৌঁছার আগে বিশ্ব একাদশ দুবাইতে দুই দিনের অনুশীলন ক্যাম্প করবে। আইসিসির প্রত্যক্ষ সহযোগিতায় এ সিরিজে প্রত্যেক ক্রিকেটারকে ১ লাখ করে ডলার দেওয়া হবে। পুরো আয়োজনের নেতৃত্বে থাকবেন ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের(ইসিবি) সাবেক চেয়ারম্যান গাইলস ক্লার্ক।
ক্রিকেটারদের নিরাপত্তায় দুটি নিরাপত্তা কম্পানি নিয়োগ করা হয়েছে। গত ১০ বছর ধরে ইংল্যান্ডের নিরাপত্তা ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করা মেলবোর্নের সাবেক পুলিশ কর্মকর্তা রেগ ডিকাসনের মালিকানাধীন কম্পানিটি আইসিসির নিজস্ব নিরাপত্তা বিভাগের সমন্বয়ে ক্রিকেটারদের নিরাপত্তা বিধান করবে। গত বছর ইংল্যান্ড দলের বাংলাদেশ সফরের আগেও নিরাপত্তার দায়িত্ব পালন করেছিলেন ডিকাসন।
দ্য টেলিগ্রাফ পত্রিকাকে ফ্লাওয়ার বলেন, ‘অত্যন্ত সতর্কতার সঙ্গে কঠিন নিরাপত্তা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এ বিষয়ে দায়িত্ব পাওয়া কম্পানি দুটির গত এক দশক যাবত কাজ করার অভিজ্ঞতা আছে। আমি মনে করি ঝুঁকির বিষয়টি সকলেই বুঝতে পারছে। তবে তাদের নিরাপত্তা ব্যবস্থার ওপর আমাদের পুরোপুরি আস্থা আছে। ‘
এখনো সন্ত্রাসী হামলার ‘যথেষ্ঠ সম্ভাবনা’ আছে বলে ইংল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় ও কমনওয়েলথ অফিস সতর্ক করে দিয়েছে। চলতি মাসেও লাহোরে বেশ কয়েকবার বোমা বিস্ফোরণ হয়েছে। দুই সপ্তাহ আগেই এক হামলায় ২২ ব্যক্তি নিহত হয়েছে। জুলাই মাসে লাহোরে তালেবানদের আত্মঘাতি বোমা হামলায় ২৬ ব্যক্তি নিহত হয়।
তবে ফ্লাওয়ার বলেছেন, ‘পাকিস্তানিরা ক্রিকেট পাগল জাতি। আন্তর্জাতিক ক্রিকেটে তারা যথেস্ট শক্তিশালী দল। তাই দেশটির ক্রিকেটের স্বার্থেই আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফেরা উচিত। আমরা সেই প্রচেষ্টার অংশ হিসেবে প্রথম উদ্যোগ নিলাম। ‘