জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি:

জয়পুরহাটের কালাই উপজেলায় ট্রাকের ধাক্কায় আব্দুস সাত্তার (৬০) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার সন্ধ্যায় জয়পুরহাট-বগুড়া সড়কের বামনগ্রাম মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আব্দুস সাত্তার বামনগ্রাম গ্রামের মৃত ওসমান আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মোলামগাড়িহাট থেকে সাইকেল চালিয়ে আব্দুস সাত্তার বাড়ি ফিরছিলেন। এসময় বগুড়াগামী একটি ট্রাক বামনগ্রাম মোড় এলাকায় তাকে ধাক্কা দিলে তিনি ট্রাকের নিচে পড়ে পিষ্ট হয়ে মারা যান।

পরে স্থানীয়রা ধাওয়া দিয়ে ট্রাকটি জব্দ করতে পারলেও চালক ও তার সহকারী পালিয়ে যায়।

কালাই থানার ওসি সেলিম মালিক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

পূর্ববর্তী নিবন্ধভ্যাকসিন নিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি