জয় দিয়ে চ্যাম্পিয়নস লিগ শেষ করলো বার্সা

স্পোর্টস ডেস্ক : প্লজেনকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ শেষ করলো বার্সা।

‘সি’ গ্রুপের অন্য ম্যাচে ঘরের মাঠে ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। ছয় ম্যাচের সবগুলো জিতে ১৮ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করলো জার্মানরা। বেঞ্জামিন পাভার্ড ও এরিক ম্যাক্সিম চোপু-মোটিংয়ের গোলে শতভাগ সাফল্য নিয়ে নকআউটে খেলবে তারা। ১০ পয়েন্ট নিয়ে ইন্টার তাদের সঙ্গে পরের ধাপে। মাত্র দুটি জয় ও এক ড্রয়ে বার্সা ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বে থামলো।

প্লজেনের মাঠে বার্সা পোল্যান্ড স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কিকে ছাড়া খেলতে নামে। ষষ্ঠ মিনিটে তারা এগিয়ে যায় ডিফেন্ডার মার্কো আলোনসোর গোলে। অতিথিরা বিরতির আগে ব্যবধান দ্বিগুণ করে ফেরান তোরেসের গোলে। শুরুতে গোল না দিলেও ভিএআর রিভিউয়ে সিদ্ধান্ত বদলায়।

চেক চ্যাম্পিয়নরা ব্যবধান কমায় দ্বিতীয়ার্ধে। ৫১ মিনিটের পেনাল্টি থেকে গোল করেন থোমাস চোরি। তিন মিনিট পর নিজের দ্বিতীয় গোল করেন তোরেস। প্লজেন ৬৩ মিনিটে চোরির হেডে ব্যবধান এক গোলে নামালে ম্যাচে উত্তেজনা ফেরে।

তবে ব্যবধান আবার দুই গোলে বাড়ায় বার্সা। অভিষেক ম্যাচ স্মরণীয় করে রাখেন পাবলো তোরে। ৭৫ মিনিটে গোল করেন তিনি।

 

পূর্ববর্তী নিবন্ধধামরাইয়ে বাসচাপায় পোশাকশ্রমিক দম্পতি নিহত
পরবর্তী নিবন্ধজেল হত্যা দিবস ৩ নভেম্বর