বিনোদন ডেস্ক
খোলা জায়গায় ৩টি চেয়ার ও একটি বেঞ্চ পাতা। দুটো চেয়ার ও বেঞ্চিতে বসে আছেন তিন ব্যক্তি। একটি চেয়ারে বসা কন্নড় সিনেমার অভিনেতা দর্শন থুগুদীপা। তার এক হাতে সিগারেট অন্য হাতে কফির মগ। চোখে-মুখের আনন্দের হাসি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া স্থিরচিত্র ও ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়।
কয়েক মাস আগে হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন অভিনেতা দর্শন থুগুদীপা। বর্তমানে বেঙ্গালুরুর কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে তাকে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও জেলখানার ভেতরে ধারণ করা। এসব ছবি ছড়িয়ে পড়ার পর সকলের চোখ ছানাবড়া। নেটিজেনদের কেউ কেউ বলছেন— ‘জেলখানায় জামাই আদরে আছেন দর্শন।’ কেউ কেউ বলছেন, ‘কর্নাটকে আইনের নামে রসিকতা চলছে।’
দর্শনের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ায় দারুণ সমালোচনার মুখে পড়েছে বেঙ্গালুরুর কারা কর্তৃপক্ষ। এরপর দ্রুত সাতজন অফিসারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। খুব দ্রুত জেলারকে বদলি করা হবে। সোমবার (২৬ আগস্ট) বেঙ্গালুরুতে সাংবাদিকদের সাথে কথা বলার সময়ে এ তথ্য জানান কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর।
চিত্রদুর্গার বাসিন্দা রেণুকা স্বামীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে অভিনেতা দর্শনকে। গত জুন মাসের শুরুতে রেণুকার মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে ধারণা করা হয়েছিল, আত্মহত্যা করেছেন রেণুকা। কিন্তু পরে খুনের অভিযোগ ওঠে। ৯ জুন থানায় মামলা দায়ের করা হয়। এরপরই এই ঘটনার সঙ্গে দর্শনের নাম জড়ায়। অভিযোগ রয়েছে, দক্ষিণী সিনেমার অভিনেত্রী পবিত্রা গৌড়াকে অশ্লীল মেসেজ পাঠিয়েছিলেন রেণুকা। এতে ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন দর্শন। তাতে মারা যান রেণুকা।
ব্যক্তিগত জীবনে বিবাহবর্হিভূত সম্পর্কে জড়িয়ে একাধিকবার বিতর্কের মুখে পড়েছেন দর্শন। চলতি বছরের শুরুতে অভিযোগ উঠেছিল, অভিনেত্রী পবিত্রা গৌড়ার সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন দর্শন। আর এ খবর জানার পর ভীষণভাবে চটেছিলেন দর্শনের স্ত্রী বিজয়লক্ষ্মী।
১৯৯৭ সালে রুপালি পর্দায় অভিষেক ঘটে দর্শন থুগুদীপার। ২০০১ সালে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন তিনি। এরপর অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো— ‘ম্যাজেস্টিক’, ‘কারিয়া’, ‘গাজা’, ‘সারথি’ প্রভৃতি।
তথ্যসূত্র: দ্য ফ্রি প্রেস জার্নাল