পপুলার২৪নিউজ প্রতিবেদক:
নিষিদ্ধঘোষিত সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সাবেক প্রধান মাওলানা সাঈদুর রহমানসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আর এর মধ্য দিয়ে এ আসামিদের বিচার শুরু হলো।
আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ অভিযোগ গঠন করেন।
এর আগে গত ৪ জানুয়ারি এ মামলার অভিযোপত্র আমলে নিয়ে আজ অভিযোগ গঠনের জন্য দিন নির্ধারণ করা হয়। মামলার অপর দুই আসামি হলেন আবদুল্লা হেল কাদরী ও আয়েশা আক্তার।
আদালতে সরকারপক্ষের কৌঁসুলি (পিপি) তাপস কুমার পাল বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, আগামী ১৪ মার্চ এ মামলার সাক্ষ্য গ্রহণের জন্য পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
নথি থেকে জানা যায়, ২০১০ সালের ২৫ মে রাজধানীর কদমতলী থানাধীন দনিয়া নূর মসজিদ এলাকায় একটি বাড়িতে গোপনে বসে দেশের ভেতর সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনাকালে তিনজনকে আটক করে পুলিশ। তাঁদের কাছ থেকে বিভিন্ন বইপত্র উদ্ধার করা হয়।
পরে ওই তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে কদমতলী থানায় একটি মামলা করে পুলিশ।
মামলা দায়েরের পর ২০১০ সালের ৭ আগস্ট সাঈদুর রহমানসহ তিনজনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। অভিযোগপত্র দাখিলের পর মামলাটি বিচারের জন্য ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতে পাঠানো হয়। সেখানে এ মামলায় পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।
কিন্তু পরে আইন অনুযায়ী মামলাটিতে সরকারের অনুমোদন না থাকায় মামলাটি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়।
ঢাকা মহানগর দায়রা জজ আদালত ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর সরকারের অনুমোদন চেয়ে চিঠি পাঠায়। এরপর ২০১৬ সালের ২৬ আগস্ট মামলাটিতে সরকার অনুমোদন দেয়। পরে আদালতে মামলাটি পুনরায় বিচারের জন্য আসে।