নিজস্ব প্রতিবেদক:
জুলাই মাসে ফায়ার সার্ভিস ৪৪০টি অগ্নি মোকাবিলা করেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।
তিনি বলেছেন, প্রতি মাসে সারাদেশে ৮০০ মতো মহড়া করে ফায়ার সার্ভিস। আমাদের মধ্যে যদি সচেতনতা বাড়ানো যায় ও ফায়ার সার্ভিসের সব ইকুইপমেন্ট যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে অনেক অগ্নিকাণ্ড কমিয়ে আনা সম্ভব হবে।
শনিবার (২৭ অগাস্ট) রাজধানীর গুলশান ক্লাব লিমিটেডের সেমিনারে ‘ইলেক্ট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইসাব) এক্সপো-২০২২’ এর লোগো উন্মোচন, প্রমো ভিডিও প্রকাশ সংক্রান্ত মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সচেতনতা সৃষ্টির মাধ্যমে অগ্নিনিরাপত্তা পণ্যের চাহিদা তৈরি করে বাংলাদেশের অর্থনীতির উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে এবং কর্মক্ষেত্রের নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্য তিন দিনব্যাপী ইন্টারন্যাশনাল ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো-২০২২ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৪-২৬ নভেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে ‘অষ্টম ইন্টারন্যাশনাল ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো-২০২২ (আইএফএসএস-২০২২)’ আয়োজনের উদ্যোগ নিয়েছে ইলেক্ট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইসাব)।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, দেশের অধিকাংশ অগ্নিবিপর্যয়ের কারণ অনেক। কিন্তু বিচক্ষণতার অভাব ও উদাসীনতার কারণে ঘটে সব থেকে বেশি বিপর্যয়। ফায়ার সার্ভিসের সদস্যরা নিরলসভাবে জীবন বাজি রেখে জানমাল রক্ষা ও উদ্ধার করার চেষ্টা করেন। আপনারা দেখেছেন এরই মধ্যে আমাদের অনেক সদস্য হতাহত হয়েছেন। সম্প্রতি চট্টগ্রামে বিএস কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৩ জন ফায়ারকর্মী নিহত হয়েছেন।
তিনি বলেন, আমি ৯২ দিন হলো ফায়ার সার্ভিসে যোগদান করেছি। যোগদানের প্রথমেই নারায়ণগঞ্জে একটি অগ্নিকাণ্ডের খবর পাই। সেখানে সিগারেটের আগুন থেকে বড় অগ্নিকাণ্ড ঘটে। কারণ সেখানেই সচেতনতার অভাব রয়েছে। দেশে প্রত্যেকটি ভবনে যদি যথাযথভাবে অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকতো, তাহলে এত প্রাণহানি ঘটতো না। তবে আমাদেরও মধ্যে সচেতনতার অভাব রয়েছে।
ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, আমাদের বাহিনীকে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী নিজস্ব বিবেচনায় আধুনিক সরঞ্জামাদি দিয়েছেন। আমরা জনগণের মধ্যে সচেতনতার জন্য প্রশিক্ষণ দেওয়া ও ফায়ার সেফটি প্ল্যানের অনুমোদন দিচ্ছি। ইসাবের এই মহতি উদ্যোগের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে প্রতি বছরের মতো এই বছরও বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থাকছি।