জুলহাস-তনয় হত্যা মামলার প্রতিবেদন ২২ জানুয়ারি

পপুলার২৪নিউজ ডেস্ক:

রাজধানীর কলাবাগানে জুলহাস মান্নান ও তার বন্ধু মাহবুব তনয়কে হত্যার অভিযোগে করা হত্যা ও অস্ত্র আইনের পৃথক মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

রোববার মামলা দু’টির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত সংস্থা ডিবি পুলিশ তা দাখিল করেনি। এজন্য ঢাকা মেট্রোপলিন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান শরীফ প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেন।আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ২৫ এপ্রিল রাজধানীর কলাবাগানের লেক সার্কাস রোডের বাড়িতে ইউএসএইড কর্মকর্তা ও সমকামী অধিকারকর্মী জুলহাস মান্নান এবং তার বন্ধু থিয়েটারকর্মী মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় কলাবাগান থানায় জুলহাসের বড় ভাই মিনহাজ মান্নান ইমন একটি হত্যা মামলা এবং ওই থানার এসআই মোহাম্মদ শামীম অস্ত্র আইনের মামলাটি দায়ের করে। হত্যা মামলাটি তদন্ত করছেন ডিবির ইন্সপেক্টর বাহাউদ্দিন ফারুকী ও অস্ত্র মামলাটির তদন্ত করছেন ডিবির পুলিশ পরিদর্শক নুরুল আফসার।

পূর্ববর্তী নিবন্ধবিএনপির প্রার্থীশূন্য আসনে পুনঃতফসিলের সুযোগ নেই
পরবর্তী নিবন্ধজেএসসি-পিইসি পরীক্ষার ফল জানা যাবে যেভাবে