জুনিয়র এনটিআরের ভক্তদের পাগলামিতে সিনেমা হলে আগুন

বিনোদন ডেস্ক : ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর। শনিবার (২০ মে) ছিল এই অভিনেতার জন্মদিন। ৪০ বছরে পা রাখলেন তেলেগু সুপারস্টার।

অভিনেতার জন্মদিন উপলক্ষে শুক্রবার (১৯ মে) ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত জুনিয়র এনটিআরের ব্লকবাস্টার সিনেমা ‘সিমহাদ্রি’ ফের তেলেগু রাজ্যে মুক্তি দেওয়া হয়।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, শনিবার (২০ মে) বিজয়ওয়াড়ার অপ্সরা সিনেমা হলে এনটিআর ভক্তদের পাগলামির জন্যে আগুন ধরে যায় প্রেক্ষাগ্রহে।

২০০৩ সালে জুনিয়র এনটিআর অভিনীত ‘সিমহাদ্রি’ সিনেমাটি এবার ফোরকে ভার্সনে মুক্তি দেওয়া হয়েছিল। আর অভিনেতার জন্মদিন উপলক্ষে এই সিনেমা ঘিরে ভক্তদের উত্তেজনা ছিল তুঙ্গে। সিনেমা দেখতে এসে প্রেক্ষাগৃহের মধ্যেই বাজি ফাটাতে শুরু করেন কিছু ভক্ত। আর সেখান থেকেই সিনেমা হলে আগুন লেগে যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। বেশকিছু আসন পুড়ে যায়। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশকর্মী, তাদের তৎপরতায় হল থেকে দর্শকদের নিরাপদে বের করে নিয়ে যাওয়া হয়।

এদিকে এ ঘটনায় সোশ্যাল মিডিয়ায় অনেকেই বিরক্তি প্রকাশ করেছেন। একজন লিখেছেন, ‘এ ধরনের আচরণ সহ্য করা যায় না। সম্পত্তি ক্ষতির জন্য কে ক্ষতিপূরণ দেবে?’ কারোর কথায়, ‘এটা খুবই দুঃখজনক ঘটনা। থিয়েটার মালিককে কিছু উগ্র ভক্তের শিকার হতে হয়েছে।’

প্রসঙ্গত, জুনিয়র এনটিআর অভিনীত ‘সিমহাদ্রি’ সিনেমাটি পরিচালনা করেন এসএস রাজামৌলি। এটা ছিল জুনিয়র এনটিআরের সঙ্গে জুটি বেঁধে রাজামৌলির দ্বিতীয় সিনেমা। তার আগে জুনিয়র এনটিআরকে নিয়ে ‘স্টুডেন্ট নং ১’ সিনেমা নির্মাণ করেছিলেন রাজামৌলি।

জানা গেছে, অভিনেতার ৪০তম জন্মদিন বড় করে উদযাপনের জন্য তার এই সিনেমাটি তেলঙ্গানা এবং অন্ধ্র প্রদেশে পুনরায় মুক্তি দেওয়া হয়। মুক্তির প্রথমদিনেই ‘সিমহাদ্রি’ বক্স অফিসে ৫.১৪ কোটি রুপি আয় করেছে।

পূর্ববর্তী নিবন্ধএক গানে ৬ কোটি দাবি, তামান্নার মুখে অন্য সুর
পরবর্তী নিবন্ধহজ ফ্লাইট: প্রথম দিনে সৌদি গেলেন ১৯৪৩ জন