বিনোদন ডেস্ক:
পবিত্র ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মোশাররফ করিম অভিনীত সিনেমা ‘চক্কর ৩০২’। ছবিটি নির্মাণ করেছেন শরাফ আহমেদ জীবন। ছবির প্রধান অভিনেতা মোশাররফ করিম অসুস্থ বলে, তাকে ছাড়াই প্রচারণায় নেমেছে চক্কর টিম। প্রদর্শনীর হল সংখ্যা ও প্রচারের দিক থেকে বিবেচনা করলে মনে হতে পারে, জীবন কি ফিল্ম পলিটিক্সের শিকার? এই প্রশ্নে কী জবাব দিলেন এই নির্মাতা ও অভিনেতা?
নিজের সিনেমা নিয়ে শরাফ আহমেদ জীবন বলেন, ‘আমরা সেভাবে ছবিটার প্রমোশন করতে পারিনি। যদিও আমাদের টার্গেট ছিল মাল্টিপ্লেক্স। মানলাম, আমাদের প্রচার প্রচারণা নাই, বিগ স্টার নাই, সুপার স্টার নাই। হল সংখ্যার কথা বাদ দিলাম, সামনের দুদিনের শো টাইমও কম। কিন্তু দিনশেষে পাবলিক কী চাচ্ছে সেটা দেখতে হবে।’
জীবন মনে করেন, তার সিনেমার কাছেই ফিরবে দর্শক। এমনকি এখন পর্যন্ত সবচেয়ে ভালো প্রতিক্রিয়াও পাচ্ছে তাদের সিনেমা ‘চক্কর ৩০২’। তিনি বলেন, ‘আমার ছবির প্রমোশন করবে অডিয়েন্স। বেস্ট অডিয়েন্স রিয়্যাকশন হচ্ছে চক্করে। বেশি অডিয়েন্স “বরবাদে”, কিন্তু তাদেরও হল কমছে, আমাদেরটাও কমছে। আসলে যে সংখ্যক সিনেমা মুক্তি পেয়েছে, সেই সিনেমা দেখানোর মতো হল নেই, এটাই বাস্তবতা।’
‘চক্কর ৩০২’ মুক্তির আগে সিনেমার প্রচারণায় দেখা গিয়েছিল অভিনেতা মোশাররফ করিমকে। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পায়ের গোড়ালিতে অস্ত্রোপচার করা হয় তার। ‘চক্কর ৩০২’ মুক্তির পর প্লাস্টার করা পা নিয়ে হুইলচেয়ারে সিনেমার প্রচারে প্রেক্ষাগৃহে ঘুরেছেন তিনি। মোশাররফের মতো তারকা অভিনেতা নিয়েও রাজনীতির শিকার হচ্ছেন কি না জানতে চাইলে এ নিয়ে কথা বলতে রাজি হননি নির্মাতা জীবন। তিনি বলেন, ‘আমরা ছোটবেলায় একটা কথা শুনতাম, “ফিল্ম পলিটিক্স”। ফিল্ম পলিটিক্স আমরা বুঝি, বোঝার চেষ্টা করছি। এটা আমাদের প্রথম সিনেমা, তাই এখন এ নিয়ে কথা বলতে চাই না। এ নিয়ে অন্য কোনো দিন কথা বলবো। যদি পলিটিক্স থাকেও, দর্শক সেসব অতিক্রম করে সিনেমা হলে এসে চক্কর দেখবে। আমরা কারও সঙ্গে টক্করে নেই, আমরা আছি চক্করে।’
সরকারি অনুদানে নির্মিত ‘চক্কর ৩০২’ সিনেমায় মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী রিকিতা নন্দিনী শিমু, আছেন ইন্তেখাব দিনার, সুমন আনোয়ার, তারিন জাহান, মৌসুমী নাগ, রওনক হাসান, শাশ্বত দত্ত প্রমুখ।