জিম্বাবুয়ে, নিউ জিল্যান্ডের বিপক্ষে প্যাট কামিন্স বিশ্রামে

বিনোদন ডেস্ক : জিম্বাবুয়ে ও নিউ জিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টানা দুটি ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। আগস্ট-সেপ্টেম্বরের এই দুটি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। পিতৃত্বকালীন ছুটি কাটিয়ে দলে ফিরেছেন লেগস্পিনার অ্যাডাম জাম্পা। ব্যস্ত হোম সামার সামনে রেখে বিশ্রাম দেওয়া হয়েছে টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সকে।

২৮, ৩১ আগস্ট ও ৩ সেপ্টেম্বর অস্ট্রেলিয়া তিনটি ম্যাচ খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে। সবগুলো ম্যাচই হবে টাউন্সভিলের রিভারওয়ে স্টেডিয়ামে। এরপর কেয়ার্নসের ক্যাজালিস স্টেডিয়ামে ৬, ৮ ও ১১ সেপ্টেম্বর তারা মুখোমুখি হবে নিউ জিল্যান্ডের।

প্রথম সন্তানের জন্মের সময় পাশে থাকতে পুরো শ্রীলঙ্কা সফর থেকে ছুটি নেন জাম্পা। এবার তিনি স্পিন আক্রমণে সঙ্গ দেবেন শ্রীলঙ্কায় শেষ চারটি ওয়ানডেতে দলের বাইরে থাকা অ্যাস্টন অ্যাগারকে।

এর আগে শ্রীলঙ্কা সফরেও বিশ্রাম পান কামিন্স। টি-টোয়েন্টি সিরিজে মাঠের বাইরে ছিলেন। পরে পাঁচ ওয়ানডের মধ্যে চারটি খেলেন। সামনে দেশের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে সব মিলিয়ে পাঁচটি হোম টেস্ট, তারপর চার টেস্টের জন্য ভারত সফর। এই ব্যস্ত সূচিতে কামিন্সকে পুরোপুরি ফিট দেখতে বিশ্রাম দেওয়া হয়েছে আসন্ন দুটি হোম ওয়ানডে সিরিজ থেকে।

কামিন্সের জায়গায় খেলবেন শন অ্যাবট। প্রথম টি-টোয়েন্টির আগে কলম্বোতে নেটে বল করার সময় আঙুল ভেঙে যাওয়ায় পুরো শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে যান এই পেসার।

আগস্ট-সেপ্টেম্বরে ট্র্যাভিস হেডের প্রথম সন্তানের জন্ম হতে যাচ্ছে। তাই তিনি পিতৃত্বকালীন ছুটি নিয়েছেন এই দুটি সিরিজ থেকে।

অস্ট্রেলিয়া দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, অ্যাডাম জাম্পা, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, শন অ্যাবট, স্টিভেন স্মিথ, মার্কাস স্টয়নিস, জশ হ্যাজেলউড, মার্নাস লাবুশেন, ক্যামেরন গ্রিন, মিচেল স্টার্ক, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাস্টন অ্যাগার।

 

পূর্ববর্তী নিবন্ধআবেদনময়ী রূপে আইটেম গানে সামান্থা
পরবর্তী নিবন্ধলন্ডন ঘুরে একা দেশে ফিরবেন তামিম ইকবাল