জার্মানিতে গত ২৪ ঘণ্টায় লাখের বেশি সংক্রমণ

আন্তর্জাতিক ডেস্ক  : করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের প্রভাবে জার্মানিতে সংক্রমণ বাড়তে শুরু করেছে। দেশটির গণস্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও এক লাখের বেশি সংক্রমণ ধরা পড়েছে।

রবার্ট কোচ ইন্সটিটিউটের তথ্য অনুযায়ী, ইউরোপের বৃহত্তম অর্থনীতির এই দেশটিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ১২ হাজার ৩২৩। একই সময়ে মারা গেছে ২৩৯ জন।

সংক্রমণের গতি রোধ করতে আরও কঠোর বিধিনিষেধ জারি করেছে জার্মানি। বার এবং রেস্টুরেন্টে সীমাবদ্ধতা আনা হয়েছে। যারা বুস্টার ডোজ নিয়েছেন বা এরই মধ্যে করোনা থেকে সেরে উঠেছেন তারাই বার এবং রেস্টুরেন্টে যাওয়ার অনুমতি পাবেন।

এছাড়া একসঙ্গে ১০ জন মানুষ সমবেত হওয়ার সুযোগ পাবেন বলে জানানো হয়েছে। দেশটিতে নতুন সংক্রমণের ৭০ শতাংশের বেশিই ওমিক্রনে আক্রান্ত।
ওমিক্রনের কারণে ইউরোপের অন্যান্য দেশেও সংক্রমণ বাড়ছেই। ফ্রান্সে প্রতিদিন গড়ে প্রায় তিন লাখ নতুন সংক্রমণ ধরা পড়ছে।

জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কলজ দেশজুড়ে ভ্যাকসিন বাধ্যতামুলক করতে চান। দেশটিতে ইতোমধ্যেই ৬ কোটি মানুষ ভ্যাকসিনের দুই ডোজ গ্রহণ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধউপজেলা পর্যায়ে ওএমএসে চাল-আটা বিক্রি শুরু বৃহস্পতিবার
পরবর্তী নিবন্ধআববার হত্যা মামলায় খালাস চেয়ে সেতুর আপিল