জামায়াতে ইসলামকে বাংলাদেশের জাতীয় নির্বাচনের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন প্রভাবশালী মার্কিন কংগ্রেসম্যান জিম ব্যাংকস।
তিনি বলেন, আমরা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরাপদ নির্বাচনের আশাবাদী। আর জামায়াতে ইসলামির মতো গ্রুপ এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় হুমকি।
সম্প্রতি ওয়াশিংটনে ‘স্ট্যাবিলিটি, ডেমোক্রেসি অ্যান্ড ইসলামিজম’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
বাংলাদেশ এখন উন্নয়নশীল গণতান্ত্রিক দেশ বলে উল্লেখ করে জামায়াতে ইসলামীর মতো দলগুলো এই উন্নয়নের জন্য হুমকি হিসেবে মন্তব্য করেন জিম ব্যাংকস।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্র খুবই ইতিবাচক জানান তিনি।
তিনি বলেন, সারা বিশ্ব বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিকে তাকিয়ে আছে। যুক্তরাষ্ট্র চায় এখানে একটি অবাধ, নিরপেক্ষ ও গণতান্ত্রিক নির্বাচন এবং সবার ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত হোক।
আলোচনা সভায় দুইজন রাজনৈতিক কর্মীর নিহত হবার ঘটনা উল্লেখ করে জিম ব্যাংকস আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনকে সামনে রেখে সহিংসতা আরও বৃদ্ধি পেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেন।
এসময় তিনি জানান, বাংলাদেশে যেন উগ্রবাদী গোষ্ঠী সংশ্লিষ্ট কোনো সংগঠনকে সহায়তা করা না হয় সে ইউএসএআইডি ও মার্কিন পররাষ্ট্র দফতরকে সে বিষয়ে সর্তক কর হয়েছে।