পপুলার২৪নিউজ জেল প্রতিনিধি :
একদিন স্থিতিশীল থাকার পর জামালপুরের বন্যা পরিস্থিতি আবারো অবনতি হয়েছে।
জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নব কুমার চৌধুরী জানিয়েছেন, রবিবার ও সোমবার বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ৩৭ সেন্টিমিটার উপরে ছিল। মঙ্গলবার দুপুরে একই পয়েন্টে যমুনার পানি বেড়ে বিপদসীমার ৬৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
তিনি জানান, যমুনার পানি আরো দু’তিনদিন বাড়তে পারে। যমুনার সাথে একই হারে বাড়ছে ব্রহ্মপুত্র, ঝিনাইসহ শাখা নদীগুলোর পানি। বন্যায় জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মেলান্দহ, সরিষাবাড়ি, মাদারগঞ্জ ও জামালপুর সদরের ২৫টি ইউনিয়নের শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। অনেকেই বাড়ি-ঘর ছেড়ে আশ্রয় নিয়েছে উচু বাঁধে। বন্যার পানি উঠায় বন্ধ ঘোষণা করা হয়েছে জেলার ১৩১টি শিক্ষা প্রতিষ্ঠান।
জেলা প্রশাসনের পক্ষ থেকে এপর্যন্ত ৬০ মে.টন চাল ও ৬০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রাসেল সাবরিন জানিয়েছেন, আরো অতিরিক্ত ত্রাণ চেয়ে ত্রাণ মন্ত্রণালয়ে বার্তা পাঠানো হয়েছে।