জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন ১৭ জানুয়ারি

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
32জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন আগামী ১৭ জানুয়ারি। ওই দিন বিকেল তিনটায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সমাবর্তনের অনুষ্ঠান হবে।বুধবার ধানমন্ডিতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের নগর ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হারুন-অর-রশিদ এ তথ্য জানান।

উপাচার্য জানান, সমাবর্তনে ১৯৯৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত সময়ে উত্তীর্ণ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীরা অংশ নেবেন। মোট চার হাজার ৯৩২ জন সমাবর্তনে অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছেন। সমাবর্তনের সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদ।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও সমাবর্তন বক্তা হিসেবে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বক্তৃতা করবেন।

উপাচার্য হারুন অর রশিদ বলেন, অংশগ্রহণকারীরা ১৩,১৪ ও ১৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয় থেকে সমাবর্তনের গাউন সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া সমাবর্তন উপলক্ষে ১২ জানুয়ারি রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে থেকে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহউপাচার্য আসলাম ভূঁইয়া, হাফিজ মো. বাবু, কোষাধ্যক্ষ নোমান-উর-রশীদ।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রলীগের বর্ণাঢ্য র‌্যালি
পরবর্তী নিবন্ধসাদ্দামকে জিজ্ঞাসাবাদ করেছিলেন সিআইয়ের যে এজেন্ট