জাতীয় পার্টির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
প্রধান রাজনৈতিক দল জাতীয় পার্টির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালার উদ্বোধন করেছেন দলের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

সোমবার বেলা ১১টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন এরশাদ।

এর পর জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রওশন এরশাদের সভাপতিত্বে শুরু হওয়া আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন সাবেক এ রাষ্ট্রপতি।

আলোচনাসভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সৈয়দ আবু হোসেন বাবলা, কাজী ফিরোজ রশীদ, মুজিবুল হক চুন্নু প্রমুখ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে জাতীয় পার্টির দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও পোস্টারও টাঙানো হয়েছে।

আর দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে রাজধানী ও পার্শ্ববর্তী এলাকা থেকে মিছিল নিয়ে রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তন এবং এর বাইরে জড়ও হয়েছেন জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।

দুপুরে আলোচনাসভা শেষে সমবেত নেতাকর্মীদের নিয়ে রাজধানীতে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ শোভাযাত্রা বের করবেন জাতীয় পার্টির শীর্ষ নেতৃবৃন্দ।

এ ছাড়া ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে জাতীয় পার্টি। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এ মহাসমাবেশ থেকে আগামী দিনের কর্মসূচি ও পরিকল্পনা ঘোষণা করবেন। এ ছাড়া বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদসহ দলের শীর্ষ নেতারা মহাসমাবেশে বক্তৃতা করবেন।

উল্লেখ্য, ১৯৮৬ সালের ১ জানুয়ারি সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেন।

১৯৯০ সালে এরশাদ রাষ্ট্রক্ষমতা থেকে বিদায় নেয়ার পর দীর্ঘ চড়াই-উতরাই পেরিয়ে জাতীয় পার্টি এখন জাতীয় সংসদের প্রধান বিরোধী দল।

জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ বিরোধীদলীয় নেত্রী। একই সঙ্গে সরকার ও বিরোধী দলে থাকা জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য পুরোদমে প্রস্তুতি নিচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধবাণিজ্যে টিকে থাকতে নতুন বাজার সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধজাতীয় পার্টির সঙ্গে কেউ সুবিচার করেনি: এরশাদ