জাতীয় গ্রিডে ত্রুটি, অন্ধকারে সাতক্ষীরা

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:

জাতীয় গ্রিডে ত্রুটির কারণে বুধবার দিনগত রাত ৩টা থেকে বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে সাতক্ষীরা জেলা।

দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগ না থাকায় চরম ভোগান্তি পোহাচ্ছেন জেলাবাসী।

এর প্রভাবে খুলনা জেলার পাইকগাছা ও কয়রা উপজেলাও বিদ্যুৎবিহীন রয়েছে বলে জানা গেছে।

সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্রনাথ দাস জানান, জাতীয় গ্রিডে সমস্যা দেখা দেয়ায় সাতক্ষীরাসহ খুলনা জেলার পাইকগাছা ও কয়রা উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

বুধবার দিনগত রাত ৩টা থেকে বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টা পর্যন্ত একই অবস্থা বিরাজ করছে।

জাতীয় গ্রিডের ত্রুটি এখনো চিহ্নিত করা সম্ভব হয়নি। ইঞ্জিনিয়ার টেকনেশিয়ানরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দ্রুত সমস্যা চিহ্নিত করে সমাধানের আশ্বাস দেন রবীন্দ্রনাথ দাস।

পূর্ববর্তী নিবন্ধছাত্রীর চুল কেটে হাতে ধরিয়ে দিল যুবক!
পরবর্তী নিবন্ধআরাফাত সানীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ মার্চ