জাতির পিতার সমাধিতে পল্লী সঞ্চয় ব্যাংকের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক:

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আগষ্ট মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমানের নেতৃত্বে ব্যাংকের কর্মকর্তা কর্মচারীগণ গোপালগঞ্জের ‍ টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক দীপংকর রায়, এজিএম মোঃ ইসমাইল মিয়া, পরামর্শক অসিত রঞ্জন পাল, মোঃ আক্তারুজ্জামান, প্রভাস চন্দ্র দাস-সহ প্রধান কার্যালয়ের কর্মকর্তা এবং ব্যাংকের গোপালগঞ্জ জেলার আওতাধীন শাখা ব্যবস্থাপকসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধজুলাইয়ে ৪৪০ অগ্নি মোকাবিলা করেছে ফায়ার সার্ভিস: ফায়ার ডিজি
পরবর্তী নিবন্ধখিলগাঁওয়ে পুলিশ উপ-পরিদর্শকের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার