নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নবনিযুক্ত একান্ত সচিব-১ মনিরা বেগম এবং নবনিযুক্ত একান্ত সচিব-২ আল মামুন মুর্শেদ জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন।
জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর দুই একান্ত সচিবের শ্রদ্ধা
রোববার (১১ ডিসেম্বর) সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।
এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব (পিএস)-১ পদে নিয়োগ পান যুগ্মসচিব মনিরা বেগম। বিসিএস প্রশাসন ক্যাডার ২০ ব্যাচের কর্মকর্তা মনিরা বেগম প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ পদে দায়িত্ব পালন করে আসছিলেন। অন্যদিকে প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক (যুগ্মসচিব) আল মামুন মুর্শেদকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ পদে নিয়োগ দেওয়া হয়। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাতে তাদের দুজনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।