নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ):
সুনামগঞ্জের হাওর ঘেরা থানা মধ্যনগরের সদর ইউনিয়নের জমসেরপুর এলাকায় দুটি হাওরের মধ্যবর্তী কান্দায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে ব্যতিক্রমী আয়োজন করা হয়। হাওর পাড়ের ধামাইল (হাপাধা) নামের একটি সাংস্কৃতিক সংগঠন গোড়াডুবা ও শোলডুয়ারি হাওরের মধ্যবর্তী স্থানে স্থানীয় শিশু-কিশোর, কৃষক-কিষাণী ও শিক্ষার্থীদের নিয়ে শনিবার দিনব্যাপী এই ব্যতিক্রমী আয়োজন করে। প্রতিযোগিতায় অংশ নেওয়া কৃষক-কিষাণী, জেলে-কিশোর-কিশোরী ও শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়েছে।
অনুষ্ঠানমালার মধ্যে ছিল হাওরে মাছ ধরা। ঢেঁকিতে ধান ভানা প্রতিযোগিতা, রশি তৈরি, নারীদের ধামাইল প্রতিযোগিতা, সংগীত পরিবেশনাসহ নানা মনোমুগ্ধকর আয়োজন। রশি তৈরিতে স্থানীয় কৃষক-কিষাণীরা অংশ নেন। মাছধরা প্রতিযোগিতায় অংশ নেন স্থানীয় জেলেরা। তাছাড়া হাওরের নারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ঢেঁকিতে ধান ভানা প্রতিযোগিতা। দিনব্যাপী অনুষ্ঠানমালায় হাওরের সাংস্কৃতিক চিত্র ও কৃষকদের জীবনযাপন এবং সংগ্রামের নানা পর্ব উপস্থাপন করেছেন আয়োজকরা। ব্যতিক্রমী আয়োজন দেখতে বিভিন্ন স্থান থেকে দর্শকরা জড়ো হন।
আয়োজন শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সুধীর সরকার, প্রবীণ শিক্ষক প্রভাত দেবনাথ, শিক্ষক বিজয় সরকার, উপানন্দ সরকার। পুরো অনুষ্ঠান সমন্বয় করেন হাপাধার সভাপতি সজল সরকার।
সজল সরকার বলেন, আমাদের জাতির জনকের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আমরা হাওরের ফসলহারা কৃষকদের নানাভাবে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি। কৃষক, তাদের স্ত্রী-সন্তানসহ সবাইকে অনুষ্ঠানে যুক্ত করেছি। তারা প্রাণ খুলে অংশ নিয়েছে। অনুষ্ঠানে হাওরের সংস্কৃতি, সংগ্রামী ও ঐতিহ্য তুলে ধরা হয়েছে। তাছাড়া সন্ধ্যায় হাওরের সূর্যাস্তের সঙ্গে সঙ্গে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে উৎসবের সমাপ্তি করা হয়েছে।