পপুলার২৪নিউজ ডেস্ক:
প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ‘অঙ্গার’ ছবির মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয় চিত্রনায়িকা ফাল্গুনি রহমান জলির। এরপর একই প্রতিষ্ঠানের ব্যানারে মুক্তি পায় তার অভিনীত ‘নিয়তি’ ও ‘মেয়েটি এখন কোথায় যাবে’ শিরোনামের দুটি ছবি।
এতদিন শুধু জাজের নায়িকা হিসেবেই পরিচিতি হয়েছে তার। কিন্তু জলি একক কোনো প্রতিষ্ঠানের অধীনে আবদ্ধ থাকতে চান না। সবার সঙ্গেই কাজ করতে আগ্রহী। এ আগ্রহ থেকেই প্রথমবারের মতো জাজের বাইরে অভিনয় করতে যাচ্ছেন তিনি।
এরইমধ্যে নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবির নাম ‘ডেঞ্জারজোন’। পরিচালনা করছেন বেলাল খান। এতে জলির বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক বাপ্পী।
এ প্রসঙ্গে জলি বলেন, ‘প্রথমবারের মতো জাজের বাইরে কোনো ছবিতে কাজ শুরু করছি। এমন একটি কাজের সঙ্গে যুক্ত হতে পেরে বেশ ভালো লাগছে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে, জাজই আমাকে নায়িকা বানিয়েছে। তাই মনে হচ্ছে পরিবারের বাইরে কোনো ছবিতে কাজ করছি। এরপরও একটু সাহস পেয়েছি। সবার দোয়া চাই, যাতে আগামীতে আরও সামনে এগিয়ে যেতে পারি।’
২৮ মার্চ ছবিটির মহরত হওয়ার কথা রয়েছে। মহরত অনুষ্ঠানেই ছবির শুটিংয়ের তারিখ ঘোষণা করা হবে বলে জানান তিনি।