স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারের শুরু ত্থেকেই নিজের নামের প্রতি সুবিচার করে আসছেন ভারতের শুভমান গিল। যতই দিন যাচ্ছে, ততই নিজেকে মেলে ধরছেন এই তরুণ ক্রিকেটার। বিশ্বকাপের শুরুতে ডেঙ্গুতে আক্রান্ত ছিলেন তিনি। তবে সেই শারীরিক জটিলতা কাটিয়ে মাঠে নিয়মিত হয়েছেন। রানও আসছে তার ব্যাটে।
নিজের ধারাবাহিক পারফর্ম্যান্সের সুবাদে নিজেকে রেকর্ডবুকেও নিয়ে গিয়েছেন এই তরুণ ক্রিকেটার। ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে দ্রুততম ২ হাজার রানের মালিক এখন গিল। যে তালিকায় তিনি পেছনে ফেলেছেন পাকিস্তানের জহির আব্বাস কিংবা দক্ষিণ আফ্রিকার হাশিম আমলাদেরও।
ওডিআই ক্যারিয়ারের ৩৮তম ম্যাচে এসে ২ হাজার রান পূর্ণ করেছেন শুভমান গিল। তারচেয়ে ২ ইনিংস বেশি খেলে ২ হাজারি ক্লাবে প্রবেশ করেছিলেন হাশিম আমলা। প্রোটিয়া কিংবদন্তি খেলেছিলেন ৪০ ইনিংস। জহির আব্বাস, কেভিন পিটারসেন, বাবর আজম, রাসি ভ্যান ডার ডুসেন তারা প্রত্যেকেই নিজেদের ৪৫তম ইনিংসে দুই হাজার রান পূর্ণ করেছিলেন।
তবে দুই হাজারি ক্লাবে প্রবেশের দিনটায় নিজের ইনিংস বড় করতে পারেননি গিল। ধর্মশালায় নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ফিরে গিয়েছেন ২৬ রান করে। লকি ফার্গুসনের বাউন্সারে ড্যারেল মিচেলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন তিনি।
রোহিত শর্মা এবং শুভমান গিল ফিরে গেলেও এখন পর্যন্ত রানতাড়ায় বেশ ভালোভাবেই টিকে আছে ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৯১ রান তুলেছে তারা।